এক্সপ্লোর
জল্পনার অবসান! ফতিমা ছাড়াও আমিরের ‘থাগস অফ হিন্দুস্তান’-এ থাকছেন বলিউডের এই অভিনেত্রী!

মুম্বই: আমির খানের ‘থাগস অফ হিন্দুস্তান’-এর জন্যে একের পর এক বলিউড অভিনেত্রীর নাম শোনা গেছে। কখনও শোনা গেছে ছবিতে কাজ করবেন আলিয়া ভট্ট, কখনও আবার শ্রদ্ধা কপূরের নাম শোনা গেছে কানাঘুষোয়। একসময় স্থির ছিল সেফ কন্যা সারা বলিউডে পা রাখতে চলেছেন এই ছবির সৌজন্যেই। নবাগত নায়িকাদেরই নাম শোনা যাচ্ছিল, কারণ জানা যায় আমির নাকি একবার যে অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন, তাঁদের সঙ্গে আর কাজ করেন না।
সম্প্রতিই ছবির অন্যতম মুখ্য চরিত্রের জন্যে নির্বাচিত হয়েছেন 'দঙ্গল' খ্যাত ফতিমা সানা শেখ। এরপর সবাই যখন ভাবছেন অবশেষে চূড়ান্ত হল ‘থাগস অফ হিন্দুস্তান’-এর কাস্টিং, তখনই ফাঁস হল এক গোপন তথ্য। ছবিতে অপর এক মুখ্য ভূমিকায় থাকবেন ক্যাটরিনা কাইফও। এরসঙ্গে মিস্টার পারফেকশনিস্ট তাঁর সেই জেদও ভাঙলেন, যে এক নায়িকার সঙ্গে তিনি দ্বিতীয়বার কাজ করেন না। কারণ এর আগে তাঁরা দুজন ধুম থ্রিতেও কাজ করেছেন একসঙ্গে। ছবিটি ২০১৮ সালের দিওয়ালির সময় মুক্তি পাবে।
সম্প্রতিই ছবির অন্যতম মুখ্য চরিত্রের জন্যে নির্বাচিত হয়েছেন 'দঙ্গল' খ্যাত ফতিমা সানা শেখ। এরপর সবাই যখন ভাবছেন অবশেষে চূড়ান্ত হল ‘থাগস অফ হিন্দুস্তান’-এর কাস্টিং, তখনই ফাঁস হল এক গোপন তথ্য। ছবিতে অপর এক মুখ্য ভূমিকায় থাকবেন ক্যাটরিনা কাইফও। এরসঙ্গে মিস্টার পারফেকশনিস্ট তাঁর সেই জেদও ভাঙলেন, যে এক নায়িকার সঙ্গে তিনি দ্বিতীয়বার কাজ করেন না। কারণ এর আগে তাঁরা দুজন ধুম থ্রিতেও কাজ করেছেন একসঙ্গে। ছবিটি ২০১৮ সালের দিওয়ালির সময় মুক্তি পাবে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বিনোদনের
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
বাজেট





















