Amitabh Bachchan: জল্পনার অবসান! শাহরুখ, ঐশ্বর্য্য নন, ফের একবার 'কোন বনেগা ক্রোড়পতি'-র সঞ্চালক অমিতাভই
Amitabh Bachchan News: একটা সময়ে খুব খারাপ চলছিল অমিতাভের কেরিয়ার। সে ২৫ বছর আগের কথা। সেই সময়ে খড়কুটোর মতোই অমিতাভ আঁকড়ে ধরেছিলেন এই টেলিভিশন শো কে

কলকাতা: শোনা গিয়েছিল, দীর্ঘদিনের অভ্যাসে নাকি এবার ছেদ পড়তে চলেছে। নির্দিষ্ট সময়ে টিভি খুলে বসে আর দেখা যাবে না কাঁচাপাকা চুল, চশমার সেই মনমুগ্ধকর ব্যক্তিত্বকে। যাঁর গলার স্বরে, অভিনয়ে, দাপটে, ব্যক্তিত্বে মুগ্ধ আট থেকে আশি, যাঁকে বলিউড ভালবেসে ডাকে 'শাহেনশাহ', তাঁকে দেখার অভ্য়াসে এবার ছেদ পড়তে চলল বোধহয়। তবে তিনি আগেই আশ্বাস দিয়েছিলেন অনুরাগীদের। এবার সেই আশ্বাসে সিলমোহর। 'কোন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)-র সিংহাসনে ফের একবার বসতে চলেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-ই। আজ প্রকাশ্যে এসেছে কেবিসি-র ১৭ নম্বর সিজনের প্রথম প্রোমো। আর সেখানে দেখা মিলল অমিতাভ বচ্চনের।
একটা সময়ে খুব খারাপ চলছিল অমিতাভের কেরিয়ার। সে ২৫ বছর আগের কথা। সেই সময়ে খড়কুটোর মতোই অমিতাভ আঁকড়ে ধরেছিলেন এই টেলিভিশন শো কে। দিনের পর দিন, কেবলমাত্র অমিতাভ বচ্চনের জনপ্রিয়তার ওপর নির্ভর করেই এই শো আন্তর্জাতিক মানের খ্যাতি পেয়েছে। বছরের পর বছর এই শো সেরা শো-এর তকমা জিতে নিয়েছে। আর এই শো-এর অন্যতম আকর্ষণই হল অমিতাভ বচ্চনের সঞ্চালনা।
তবে সদ্য শোনা গিয়েছিল, আর নাকি কেবিসি করতে চান না অমিতাভ বচ্চন নিজেই। এবার নাকি তিনি এই শো থেকে অব্যাহতি চান। তিনি নিজে এ নিয়ে কিছু না বললেও, ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস চলছিলই। আর সেই ফিসফাস শুরু হয়েছিল একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস দিয়েছিলেন অমিতাভ। লিখেছিলেন, 'এবার বিদায় নেওয়ার সময়।' সেই সময়ে জল্পনা তৈরি হয়েছিল, এবার কি অভিনয় ছাড়তে চলেছেন অমিতাভ? তবে সেই গুঞ্জন উড়িয়ে অমিতাভ জানিয়েছিলেন, তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন না। কিন্তু তাঁর ছোটপর্দা থেকে অব্যাহতি নেওয়ার গুঞ্জন চলছিলই। সেই গুঞ্জনে ফের একবার জল ঢাললেন অমিতাভ।
অমিতাভের অবসরের পাশাপাশি যে গুঞ্জন উঠেছিল, তা হল তাঁর জায়গা কে নিতে চলেছেন? জনপ্রিয় এই শো -এর চিরকালই সঞ্চালনা করে এসেছেন অমিতাভ। তবে একটা বছরে কেবল মাত্র একটি সিজনের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। তবে তিনি অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা টপকে যেতে পারেননি। তাঁর নিজস্ব স্টাইল এ শো-এর ক্ষেত্রে দর্শকদের ততটা মনগ্রাহী হয়নি। সেই জন্যই ফের ফিরিয়ে আনা হয়েছিল অমিতাভ বচ্চনকেই। তবে অমিতাভ যদি অবসর নেন, তবে 'কোন বনেগা ক্রোড়পতি'-র সঞ্চালক হিসেবে দৌড়ে প্রথমের দিকে নাম ছিল সেই শাহরুখ খানেরই। তবে শোনা যাচ্ছিল, এই শো-এর সঞ্চালনা করতে পারেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও! তবে সমস্ত জল্পনার ইতি, ফের একবার ছোটপর্দায় স্বমহিমায় ফিরছেন দর্শকদের প্রিয় অমিতাভ। তাঁর নিজস্ব স্টাইলেই। ১৪ এপ্রিল থেকে খুলে যাবে ‘কেবিসি’-র প্রশ্নের লাইন।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
