এক্সপ্লোর
Advertisement
ফ্ল্যাটের বাইরে ইলেকট্রিক জংশন বক্স সরাতে হবে, অনুষ্কাকে নোটিশ মুম্বই পুরনিগমের
মুম্বই: ফ্ল্যাটের বাইরে সাধারণের এলাকা ইলেকট্রিক জংশন বক্স লাগিয়েছেন। এই অভিযোগে অভিনেত্রী অনুষ্কা শর্মাকে নোটিশ দিল বৃহন্মুম্বই পুরনিগম। প্রতিবেশীদের অভিযোগের পর বিএমসি আধিকারিকরা গিয়ে ঘটনার সত্যতা খতিয়ে দেখেন। তারপর নোটিশ পেয়েছেন অভিনেত্রী।
অনুষ্কা থাকেন মুম্বইয়ের ভারসোভার বদ্রীনাথ টাওয়ারের ২০ নম্বর ফ্ল্যাটে। জানা গিয়েছে, বাড়ির বাইরে তিনি অবৈধভাবে একটি ইলেকট্রিক জংশন বক্স লাগিয়েছিলেন। তাই সুনীল বাত্রা নামে জনৈক প্রতিবেশী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
যদিও অভিযোগ মানতে চাননি অনুষ্কার মুখপাত্র। তাঁর দাবি, এতে অবৈধ কিছু নেই, উচিতমত সম্মতি নিয়েই ওই বক্স লাগানো হয়েছে।
বলিউডে অবশ্য এমন ঘটনা নতুন কিছু নয়। অবৈধভাবে অফিস বানানোর জন্য কমেডিয়ান কপিল শর্মাকে কিছুদিন আগে নোটিশ দেয় বিএমসি। ক্ষেপে গিয়ে বিএমসি কর্মীদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট করেন তিনি। ২০১৫-য় শাহরুখ খানের বাংলো মন্নতের বাইরে0র্যাম্প এলাকা বেআইনি জানিয়ে বিএমসি তা ভেঙে দেয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement