কলকাতা: আজ শহরে শুরু হল জোড়া শ্যুটিং। একদিকে যেমন 'উইন্ডোজ' (Windows)-এর নতুন ছবি 'দাবাড়ু'-র শ্যুটিং শুরু হল, অন্যদিকে নিজেদের নতুন প্রযোজনা সংস্থার নতুন ছবি 'মেন্টাল' (Mentaal)-এর শ্যুটিং শুরু করলেন যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। 


কিছুদিন আগেই নিজেদের নতুন প্রযোজনা সংস্থার খবর প্রকাশ্যে এনেছিলেন টলিপাড়ার এই জুটি। প্রযোজনা সংস্থা খোলার পরেই সেই সংস্থার প্রথম ছবির পোস্টার শেয়ার করে নিয়েছিলেন ‘যশরত’  জুটি। সোশ্যাল মিডিয়ায় সদ্য যশের লুক শেয়ার করে নিয়ে নুসরত লিখেছিলেন,  'স্বভাবটা জেন্টল, দিল সে সেন্টিমেন্টাল, বাট ফর দ্য ডেভিল, হি ইজ মেন্টাল'। পুলিশের পোশাকের সঙ্গে সানগ্লাস মনে করাতেই পারে সলমন খানের 'দবং'-এর লুককে। তবে যশের মুখের হাসি অবশ্য বলে দিচ্ছে, তাঁর চরিত্র বেশ আলাদা। এর আগে একাধিক সাক্ষাৎকারে যশ বলেছেন, তিনি মূল ধারার ছবিতেই স্বচ্ছন্দ। আর মুক্তি পাওয়া ছবির মোশন পোস্টারে সেই আঁচই পাওয়া গেল। 


যশ নুসরতের এই ছবিতে কপ ইউনিভার্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আর আজ শুরু হল এই ছবির শ্যুটিং। নুসরত যে ভিডিও শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা গেল, হাতে হাত রেখে শ্যুটিং ফ্লোরে এলেন যশ ও নুসরত। নতুন পদক্ষেপে খুশি নুসরত যশ দুজনেই। তাঁদের আগের ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' মুক্তির অপেক্ষায়। প্রযোজনা সংস্থার সঙ্গে কিছু সমস্যা হওয়ার কারণে সেই ছবির মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি। এই ছবি এনা সাহার (Ena Saha)-র প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে আপাতত এই ছবির মুক্তি বিশ বাঁও জলে। এরমধ্যেই নতুন সফর শুরু করলেন যশ ও নুসরত।


এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পরে বাংলায় ফিরছেন সায়ন্তনী গুপ্ত। সায়ন্তনী বাঙালি হলেও মূলত মুম্বইতেই কাজ করেছেন তিনি। এই ছবির হাত ধরে বাংলায় ফিরবেন তিনি। যশের বিপরীতে দেখা যাবে তাঁকে। নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে নুসরতে। এখনও দুই নায়িকার মধ্যে কারোও লুকই প্রকাশ্যে আসেনি। 


আর শ্যুটিংয়ের ঝলক সামনে এলেও সেখানে স্পষ্ট নয় নুসরতের লুক। তিনি প্রস্তুতি নিচ্ছেন এমন সময়ের ভিডিও। সারাদিনই আজ শহরে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে থেকে থেকে। তার মধ্যেই শ্যুটিং শুরু করলেন যশ ও নুসরত। তবে এদিন দেখা গেল না অন্য কলাকুশলীদের। ভিডিও শেয়ার করে নুসরত লিখেছেন, 'লাইটস, ক্যামেরা, মেন্টাল। শ্যুটিং শুরু হল.. কিছু পাগলামির জন্য তৈরি থাকুন।'


 






আরও পড়ুন: Bengali Film: আন্তর্জাতিক দাবা দিবসে শিবপ্রসাদ-নন্দিতার প্রথম চাল, শুরু হল 'দাবাড়ু'-র শ্যুটিং


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial