নয়াদিল্লি: বিতর্কের মাঝেই সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত এবং বিপুল শাহ (Vipul Shah) প্রযোজিত 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) বিশ্বের নানা প্রান্ত থেকে প্রশংসা ও ভালবাসা পাচ্ছে। বক্স অফিসেও একের পর এক রেকর্ড ভেঙেছে এই ছবি। কিন্তু এত ভালবাসা পেলেও অনেকেই এখনও এই ছবির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। এই ছবির গল্প বা বিষয়বস্তুর বিরোধিতা হয়েছে অনেক জায়গায়। সম্প্রতি এক ঘটনায় বিপুল শাহ হুমকির কারণে নিরাপত্তা বাড়িয়েছেন। মরিশাস (Mauritius) থেকে একটি থিয়েটার ফ্র্যাঞ্চাইজি (theatre franchise) তাঁকে একটি বার্তা পাঠিয়েছে যাতে MCine থিয়েটারে 'দ্য কেরালা স্টোরি' সিনেমাটি চলার কারণে বোমা লাগানোর হুমকি দেওয়া হয়েছে। কোথা থেকে এল হুমকি?


মরিশাসের থিয়েটারে বিস্ফোরণ ঘটানোর হুমকি


মরিশাসের থিয়েটারে 'দ্য কেরালা স্টোরি' দেখানো হলে বোমা বিস্ফোরণ করার হুমকি দেওয়া হল নির্মাতাদের। পাঠানো হল খোলা হুমকি চিঠি। কী লেখা ছিল চিঠিতে? 'স্যার/ম্যাডাম: MCine-কে আগামীকাল ধ্বংস করে দেওয়া হবে কারণ আপনাদের সিনেমা হলে আমরা বোমা প্লান্ট করছি, আপনারা সিনেমা দেখতে চান তো, ঠিক আছে আগামীকাল খুব সুন্দর একটা সিনেমা দেখতে পাবেন। আমাদের কথা মিলিয়ে নেবেন, কাল শুক্রবার। 'দ্য কেরালা স্টোরি'র জন্য MCine-তে বোমা প্লান্ট করছি।' একাধিক সূত্র মারফত খবর, সন্ত্রাসবাদী সংগঠন 'আইসিস' সমর্থকেরাই এই হুমকি চিঠি পাঠিয়েছে।


প্রসঙ্গত, মুক্তির সময় থেকেই বিপুল শাহের 'দ্য কেরালা স্টোরি' শিরোনামে উঠেছে। দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়ার সঙ্গে সঙ্গে বক্স অফিসে বেশ ভালই আয়ও করছে এই ছবি। সেই সঙ্গে বিদেশেও বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই ছবি। ভারতীয় বক্স অফিসে এই ছবি ইতিমধ্যেই ২০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে। 


গত ৫ মে মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি'। সেই থেকে একের পর এক বিতর্ক, উত্তেজনা। ছবি নিয়ে বিতর্ক এখন রাজনৈতিক পর্যায়ে পৌঁছে গেছে। একাধিক রাজনীতিকের মতে এই ছবি এক বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। আদাহ্ শর্মা অভিনীত ছবি নিয়ে বক্তব্য রাখেন খোদ প্রধানমন্ত্রী। বল্লরিতে এক সভার উদ্দেশ্যে মোদি বলেন, 'সন্ত্রাসের জঘন্য সত্য সকলের সামনে তুলে ধরেছে 'দ্য কেরালা স্টোরি', এবং ওদের পরিকল্পনা ফাঁস করে দিয়েছে।' নিজের বক্তব্যের মাধ্যমে বিরোধী দল কংগ্রেসকে নিশানা করে বলেন, 'দ্য কেরালা স্টোরি ছবিটি সন্ত্রাসের ষড়যন্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। এটি সন্ত্রাসবাদের কুৎসিত সত্যকে দেখায় এবং সন্ত্রাসীদের পরিকল্পনা ফাঁস করে।' 


আরও পড়ুন: Healthy Cooking Oils: সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে রান্নায় ব্যবহার করুন এই ৫টি 'হেলদি কুকিং অয়েল'


এই ছবি ঝড় তোলে পশ্চিমবঙ্গে। মুক্তির দিন কয়েকের মাথায় বাংলায় 'দ্য কেরালা স্টোরি'কে নিষিদ্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আইনি টানাপোড়েন, অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই নিষেধাজ্ঞা উঠলেও নির্মাতাদের দাবি, এখনও রাজ্যের কোনও প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে না 'দ্য কেরালা স্টোরি'।