কলকাতা: তাঁর একের পর এক ছবি মুক্তি পাচ্ছে, কার্যত দাপট দেখাচ্ছে বক্স অফিসে। কিন্তু সংবাদমাধ্যমের থেকে দূরত্ব বজায় রেখেই চলছেন তিনি। কখনোই সংবাদমাধ্যমের মুখোমুখি আর সাক্ষাৎকার দিতে বসছেন না শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁরা প্রত্যেকটা ছবি মুক্তির পরেই একটি করে সেশনের আয়োজন করছেন যেখানে তিনি ও সেই ছবির কাস্ট কেবলমাত্র নিজেদের কথা বলছেন। কোনও প্রশ্ন নিচ্ছেন না সংবাদমাধ্যমের থেকে। শোনা যাচ্ছে, সংবাদমাধ্যমের থেকে দূরে থাকার এই সিদ্ধান্ত শাহরুখ খানেরই। কিন্তু কেন?
ঘটনাটা ২০২১ সালের। মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে। ক্রুজ কর্ডেলিয়া থেকে গ্রেফতার করা হয় তাঁকে। অভিযোগ ছিল, তিনি নিষিদ্ধ মাদক নিচ্ছেন। পরবর্তীতে অবশ্য সেই মামলায় নির্দোষ প্রমাণিত হন আরিয়ান। ছাড়াও পেয়ে যান। তবে সেই সময় থেকেই শাহরুখ কার্যত চলে যান সংবাদমাধ্যমের ধরাছোঁয়ার বাইরে। সেই সময়ে প্রত্যেকে প্রত্যাশা করেছিলেন শাহরুখ খান সংবাদ মাধ্যমকে কিছু একটা বলবেন। কিন্তু শাহরুখ কিছুই বলেননি, প্রচুর সংবাদমাধ্যম যেখানে দাঁড়িয়ে সেইদিকে একবার হাত জোড় করেই ঢুকে গিয়েছিলেন ছেলের সঙ্গে দেখা করতে। তারপরে আর সরাসরি সংবাদমাধ্যমের সামনে কখনও আসেননি শাহরুখ।
সদ্য Varinder Chawla নামে একজন একটি ঘটনা প্রকাশ্যে এনেছেন। তাঁর টিম একবার শাহরুখ খানের কিছু ব্যক্তিগত মুহূর্ত শ্যুটিং করেছিলেন। শাহরুখ খান পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। আর সেই সময়ে তিনি পরিবারের সঙ্গেই ছিলেন। কিন্তু শাহরুখের টিমের তরফ থেকে এই কথা জানতে পেরে প্রবল আপত্তি জানানো হয়। Varinder Chawla তখন তাঁর টিমকে বলেন ওই ভিডিওটি মুছে ফেলতে। শাহরুখ খানের টিমকেও তিনি জানিয়ে দেন যে ওই ভিডিওটি তিনি মুছে ফেলেছেন। তবে এরপরে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি তাঁকে ফোন করেন। বলেন, অভিনেতা নিজে তাঁর সঙ্গে কথা বলতে চান। সেই কথা হয় Varinder Chawla ও শাহরুখ খানের। শাহরুখ নাকি Varinder Chawla-কে বলেছিলেন, এমন নয় যে তিনি সংবাদমাধ্যমের থেকে ইচ্ছাকৃতভাবে দূরত্ব বজায় রাখছেন। কিন্তু তিনিও একজন বাবা। ছেলে গ্রেফতার হওয়ার সময় সংবাদমাধ্যমে যা যা হয়েছে তা তাঁকে ভীষণভাবে আঘাত করেছে। সেই কারণেই তিনি সংবাদমাধ্যমের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।