কলকাতা: রহস্য দানা বাঁধে তাঁকে ঘিরেই। তাঁর একটি বুদ্ধমূর্তি ঘিরে শুরু হয় রহস্য গল্প। আর সেখানেই জড়িয়ে পড়েন এক নিপাট সাধাসিধে ভালোমানুষ 'গোয়েন্দা'। হ্যাঁ গোয়েন্দা 'একেন'। আগামীকাল অর্থাৎ ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে একেনবাবু-র নতুন গল্প 'দ্য একেন' (The Eken)। আর সেই ছবির গল্প যাঁকে ঘিরে তিনি বিপাশা মিত্র ওরফে পায়েল সরকার (Paayel Sarkar)। 


কেমন ছিল 'দ্য একেন'-এর অভিজ্ঞতা?


জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'একেনবাবু'-এবার বড়পর্দায়। আর সেখানেই অভিনয় করছেন পায়েল। কেমন হল 'একেন' ওরফে অনির্বাণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? এবিপি লাইভের মুখেমুখি হয়ে পায়েল বললেন, 'একেন চরিত্রটাই এত জনপ্রিয় যে এই চিত্রনাট্যকে না বলার কোনও কারণই ছিল না। এই গোটা টিমটার সঙ্গে আমি আগে কাজ করেছি, সবাই পূর্বপরিচিত। তবে কেবলমাত্র অনির্বাণদার (Anirban Chakraborty) সঙ্গে কোনও কাজ হয়নি। আমরা যখন দেখা করলাম, স্ক্রিপ্ট পড়লাম, তখনই সহজ হয়ে গিয়েছিলাম একে অপরের সঙ্গে। অভিনয় করতে কোনও সমস্যাই হয়নি। আমার বেশিরভাগ দৃশ্য অনির্বাণ আর দেবাশীষের সঙ্গেই ছিল। দেবাশীষের সঙ্গেও এর আগে কাজ করিনি আমার। তবে ওকে 'মন্দার'-এ দেখেছি। আমার ভীষণ ভালো লেগেছিল ওর কাজ।'


বড়পর্দায় 'কেন বদলে গেল একেনের সঙ্গী বাপি, প্রমোথ? মুখ খুললেন পরিচালক জয়দীপ


'একেনবাবু' মানেই খাওয়াদাওয়া। শ্যুটিং করতে গিয়ে একেনবাবুর পাল্লায় পড়ে কী পায়েলও ডায়েট করেছিলেন? পায়েল বললেন, 'আমি কখনোই খুব কড়া ডায়েটের মধ্যে থাকি না। আমি এমনিতেই একটু হালকা খাবার খেতে পছন্দ করি। পাহাড়ে কিন্তু ডায়েট করা খুব সহজ। ওখানে যে খাবার পাওয়া যায় তাতে তেল-মশলা কম থাকে। আমি কেবল হালকা খাবার খাই আর অল্প পরিমাণে খাই। এর থেকে বেশি আর কোনও গোপন কথা নেই আমার ডায়েট নিয়ে।'


ওটিটি পেরিয়ে আবার বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবি। কতটা খুশি পায়েল? অভিনেত্রী বলছেন, 'আমরা যখন ছবি করি, তখন চাই মানুষ হলে বসে পপকর্ন খেতে খেতে আরাম করে ছবিটা দেখুক। কেউই চাই না সেটা মোবাইলে দেখুন মানুষ। করোনা পরিস্থিতির কারণে বাধ্য হয়েই ওটিটিতে ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু ছবির আসল অনুভূতি বড়পর্দাতেই।'