কলকাতা: মুক্তি পেল অভিনেত্রী পায়েল সরকারের (Paayel Sarkar) আগামী ছবি 'কুলপি'র (Kulpi) প্রথম লুক। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছবির প্রথম লুক শেয়ার করলেন অভিনেত্রী। 


এদিন ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'কুলপি প্রথম লুক। ভালোবাসা বেঁচে থাক গল্প পেরিয়ে সমাজে। কুলপির হাত ধরে এগিয়ে নিয়ে যাই ভালোবাসার দৃষ্টান্ত তৈরিতে।' (অপরিবর্তিত)


 






২০২২ সালে মুক্তি পেতে চলেছে বর্ষালী চট্টোপাধ্যায় পরিচালিত এই অন্য ধারার প্রেমের গল্প। ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন পায়েল সরকার। নারীকেন্দ্রিক ছবির মূল চরিত্র ও পরিচালক দুই জনই মহিলা। ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করছেন প্রত্যয় ঘোষ (Protyay Ghosh)। তিনি বাস্তবজীবনে এবং ছবিতেও বামন। এই ছবি দিয়েই সিনেজগতে পা রাখছেন তিনি। সমাজের নানা বিধিনিষেধ চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন প্রেমের গল্প বলবে এই ছবি। 'কুলপি' ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, চুমকি চৌধুরী প্রমুখ। 


আরও পড়ুন: ABP Exclusive: 'আমি সিনেমা নিয়েই বাঁচি, সিনেমা নিয়েই মরি', পরিচালনার সঙ্গে এবার অভিনয়ে পাভেল


ছবির প্রথম লুক দেখে হঠাৎ শাহরুখ খান, অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ অভিনীত পরিচালক আনন্দ এল. রাইয়ের ছবি 'জিরো'র কথা মনে পড়তে পারে।