সরফরাজের সঙ্গে তুলনা, কে এসআরকে! কটাক্ষ পাকিস্তানির, টুইটারে তুলোধনা ভারত-পাক শাহরুখ অনুগামীদের
মুম্বই: টুইটারে ‘বলিউড বাদশা’ শাহরুখ খানকে ট্রোল করে পাল্টা ট্রোলড হলেন এক পাকিস্তানি যুবক। আর এক্ষেত্রে শুধু ভারত নয়, কিং খানের পাক ভক্তরাও, তাঁদের স্বদেশীকে ছেড়ে কথা বলেননি।
ঘটনার সূত্রপাত গত সোমবার। আইসিসি চ্যাম্পিয়্ন্স ট্রফি জিতে পাকিস্তান ক্রিকেট দল দেশে ফিরলে, তাঁদের স্বাগত জানাতে রাস্তায় নামে বহু মানুষ। কাপজয়ী দলকে হুডখোলা বাসে চাপিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাও হয়।
ওই শোভাযাত্রার একটি ছবি টুইটারে পোস্ট করেন উসমান জামিল নামে এক পাক ক্রিকেটপ্রেমী। অগণিত ভক্তের দ্বারা ঘিরে থাকা অধিনায়ক সরফরাজ আহমেদের ছবি টুইটারে পোস্ট করে উসমান লেখেন, ‘কে এসআরকে?’
[embed]https://twitter.com/iUsmanJameel/status/877074630472867840[/embed]বিষয়টি ভালভাবে নেননি শাহরুখ-ভক্তরা। শুধু এদেশ নয়, সীমান্তের ওপারে পাকিস্তানেও রয়েছেন বহু শাহরুখ-অনুগামী। তাঁরা একযোগে উসমানকে পাল্টা জবাব দেন। এক অনুগামী, শাহরুখকে ঘিরে থাকা কয়েক হাজার সমর্থকের ছবি লাগিয়ে লেখেন, শাহরুখের সঙ্গে সরফরাজের কোনও তুলনাই চলে না।
[embed]https://twitter.com/SRKsHarshil/status/877452245738147840[/embed] https://twitter.com/iamMZS_/status/877443193482211329 https://twitter.com/iamumarrrrrr/status/877453252438118400 https://twitter.com/diksha562/status/877476764385193984 https://twitter.com/SRKsGreenBeret/status/877497473635405826 https://twitter.com/shah_amir_khan/status/877498627928846336শুধু ছবি নয়, অনেকে ভিডিও পোস্ট করে বুঝিয়ে দেন, শাহরুখ কেন ‘বিশ্বের অন্যতম জনপ্রিয় সুপারস্টার’। উসমানকে তাঁরা বার্তা দেন, এবার থেকে তিনি যেন কখনও শাহরুখকে খাটো করার চেষ্টা না করেন।
https://twitter.com/SRKsDaring/status/877454318630305792 https://twitter.com/WaqarA_Rajput/status/877495758349516801 https://twitter.com/JoySRKian/status/877454794427904000