কলকাতা: কবে আসবে 'পঞ্চায়েত' (Panchayat)-এর নতুন সিজন? এই প্রত্যাশা ছিল দীর্ঘদিনেরই। আর সেই দিন প্রকাশ্যে আসতেই, অনেকে বলছেন, 'পঞ্চায়েত ৩' মুক্তির দিন ঘোষণা করা হোক জাতীয় ছুটি। সেই 'পঞ্চায়েত ৩'-র প্রথম ঝলক দেখার জন্যেও যে অপেক্ষা থাকবে, তা তো স্বাভাবিক। আজ মুক্তি পেল 'পঞ্চায়েত ৩'-র ট্রেলার। আর সেখানেই নজর কাড়লেন অভিষেক-রিঙ্কির প্রেম, ভূষণের সঙ্গে বিধায়কের নতুন রাজনৈতিক সমীকরণ, অভিষেকের ইস্তফার দরখাস্ত বাতিল হওয়া.. আরও কত কি। সব মিলিয়ে, 'পঞ্চায়েত ৩' নিয়ে দর্শকের উত্তেজনা বাড়ছেই।
২৮ মে মুক্তি পাবে 'পঞ্চায়েত'। এই সিরিজের সারল্যে, গল্পের বাঁধুনিতে কার্যত মজে গোটা দেশই। ছকভাঙা গল্পের বাইরে গিয়ে 'পঞ্চায়েত' যেন দেশবাসীকে শিখেয়েছে, এভাবেও গল্প বলা যায়। ওয়েব সিরিজের তালিকায় দর্শকদের পছন্দের বেশ ওপরের দিকেই জায়গা করে নিয়েছে 'পঞ্চায়েত'। তবে সিজন থ্রি (Panchayat Season 3)-এর মুক্তির দিন প্রকাশ করার জন্য, বেশ টালবাহানাই করছিলেন নির্মাতার। এমনকি সদ্য একটি মজার খেলাও নিয়ে এসেছিলেন তাঁরা। অবশেষে প্রথমে প্রকাশ্যে এল মুক্তির দিন আর অবশেষে সিরিজের প্রথম ঝলক।
'পঞ্চায়েত ২'-তে দেখানো হয়েছিল, অভিষেক ইস্তফা দিয়ে ফুলেরা গ্রাম থেকে চলে যেতে চাইছেন। সেই কারণেই প্রশ্ন ছিল, তাহলে কি সচিবের ভূমিকায় অন্য কাউকে দেখা যাবে? তবে পোস্টার প্রকাশ্যে আসতেই কিছুটা আশ্বস্ত হয়েছিলেন অনুরাগীরা। ঝলক প্রকাশ্যে আসতেই বোঝা গেল, ইস্তফা দিয়েছিলেন বটে, কিন্তু গ্রহণ হয়নি সচিবের ইস্তফাপত্র। আর তাই, ফুলেরা গ্রামেই ফিরে এসেছেন তিনি।
নির্বাচনের আবহে মুক্তি পাওয়া এই সিরিজেও যেন এবার রাজনৈতিক রং। বিধায়কের সঙ্গে হাত মেলায় ভূষণ। গ্রামের মানুষদের বোঝায় নতুন রাস্তা তৈরি করার জন্য বিধায়কের সঙ্গে হাত মেলালেই ভাল। এই সমস্ত কথা বলে গ্রামের লোকেদের সমর্থন আদায় করতে উদ্যত হয় ভূষণ। অন্যদিকে, জমে ওঠে অভিষেক আর রিঙ্কির প্রেমও। সব মিলিয়ে এই সিজন নিয়েও প্রত্যাশা রয়েছে অনুরাগীদের।
আরও পড়ুন: Madhuri Dixit Birthday: 'মাধুরীর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা হোক..', সরকারকে চিঠি এক অনুরাগীর
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।