নয়াদিল্লি: আর কিছুদিন পরেই মুক্তি পাবে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত ছবি 'ম্যায় অটল হুঁ'। এই ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর এই ছবি মুক্তির আগেই নিজের বাড়ির এক অদ্ভুত নিয়মের কথা জানালেন পঙ্কজ। রাত দশটা বাজলেই নাকি তাঁর বাড়িতে সব ফোন বন্ধ হয়ে যায়। অভিনয় দক্ষতার পাশাপাশি কীভাবে নিজের ঘর-পরিবারও সামলান পঙ্কজ ?


একটি সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) জানান, 'আমি যখন বাড়িতে থাকি, তখন বাড়ির সকলে পাশাপাশি বা সামনে বসে নিজেদের মধ্যে কথা বলি। আমরা সকলে মিলে খাওয়া-দাওয়া করি। তাছাড়া রাত দশটার পরে আমরা পরিবারের সকলেই নিজেদের ফোন বন্ধ করে দিই। এমনকী সেগুলিকে ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে রেখে দিই।'


তিনি আরও বলেন, 'আমার স্ত্রী মৃদুলা আর আমি প্রেম করে বিয়ে করেছিলাম। মৃদুলা কলকাতায় বিএড প্রশিক্ষণ নিয়েছে, তারপর মুম্বইতে শিক্ষকতা করতে চলে আসে। দু-তিনটি স্কুল মিলিয়ে টানা ৮-৯ বছর ও মুম্বইতে শিক্ষকতা করেছে। তারপর আমার অভিনয়জীবনেও ধীরে ধীরে চাপ বাড়তে থাকল। কাজ আসতে লাগল। আর ঐ সময় মৃদুলা দেখল তাঁর চাকরিতে মন বসছে না। ম্যানেজমেন্টের তদারকি পছন্দ না হওয়ায় ও চাকরিটা ছেড়ে দেয়। এখন ও নিজের একটা স্কুল খুলতে চায়।'


অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) চরিত্রে অভিনয়ের জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন পঙ্কজ ? সাক্ষাৎকারে একথা বলতে গিয়ে পঙ্কজ নিজের দ্বিধার কথাও তুলে ধরেন। তিনি জানান, 'কীভাবে করব, কী করব কিছুই প্রথমে বুঝে উঠতে পারিনি। সাত-আটদিন লেগে গিয়েছে পুরো পরিকল্পনা করতে। তাছাড়া বন্ধুরাও বলেছিল আমিই নাকি এই চরিত্রের জন্য একেবারে উপযুক্ত। প্রযোজক ভানুশালী বলেই দিয়েছিলেন যে আমি ছবিতে অভিনয় না করলে তিনি এই ছবি করবেনই না। অটলজী এত বড় একজন মানুষ তাঁকে একটা ২ ঘণ্টার ছবির মধ্যে তুলে ধরা অসম্ভব। আমি ঐ চরিত্রে কতটা কী পেরেছি সে নিয়ে যথেষ্ট আশঙ্কায় আছি।'


ছবির পরিচালক রবি যাদব জানিয়েছেন যে আগামী ১৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'ম্যায় অটল হুঁ' (Main Atal Hoon)। তার তিনদিন পরেই উদ্বোধন হবে অযোধ্যার রামমন্দির। ফলে দিনটি খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে।


আরও পড়ুন: Manoj Bajpayee Skips Dinner: আট ঘণ্টা খাওয়া-দাওয়া, বাকি সময় উপোস, ফিট থাকার রহস্য ফাঁস করলেন মনোজ