কলকাতা: গোটা কলকাতা শহর যখন মত্ত, বিরক্ত, ক্ষুদ্ধ আরজি করের ঘটনা নিয়ে, সেই আবহেই গার্হস্থ্য হিংসা নিয়ে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন পাওলি দাম (Paoli Dam)। 'হইচই'-তে আসছে নতুন ওয়েব সিরিজ, 'কাবেরী' (Kaberi)। সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে পাওলি দাম-কে।
এই ওয়েব সিরিজের মূলত বিষয়বস্তু একটি নারী কীভাবে গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছে এবং কীভাবে সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াচ্ছে, বুঝে নিচ্ছে তার অধিকারকে। মানসিক এবং শারীরিকভাবে অত্যাচারের শিকার হওয়া এবং সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর একটি গল্পই বলবে 'কাবেরী'। যে সময়ে কথা হচ্ছে মেয়েদের অধিকার নিয়ে, মেয়েদের স্বাধীনতা নিয়ে, নারী নির্যাতনের বিরুদ্ধে, সেই আবহে 'কাবেরী'-কে ভীষণ গুরুত্বপূর্ণ একটি সিরিজ বলেই মনে করছেন নির্মাতারা।
এই সিরিজের নামভূমিকায় রয়েছেন পাওলি দাম। 'কাবেরী' -র চরিত্রের মধ্যে অনেকগুলি দিক রয়েছে। প্রথমে শান্ত, চুপচাপ একটি মেয়ে কীভাবে পড়ে অত্যাচারের শিকার হয়ে ঘুরে দাঁড়ায়, জাহির করে তাঁর অধিকার, সেই গল্পই তুলে ধরা হয়েছে এই সিরিজে। কাবেরীর চরিত্রের পরিবর্তনের দিকগুলি ফুটিয়ে তুলেছেন পাওলি। কীভাবে একটি মেয়ে পরিস্থিতির চাপে পড়ে বদলে যায়, সেই গল্প দর্শকদের কাছে মনোগ্রাহী হবে বলেই মনে করছেন নির্মাতারা।
এই সিরিজে পাওলির বিপরীতে প্রথমবারের জন্য দেখা যাবে সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)-কে। প্রথমবারের জন্য তাঁদের রসায়ন দর্শকের কাছে বেশ উপভোগ্য হবে বলেই মনে করছেন নির্মাতারা। প্রতাশ্যা রয়েছে, এই দুই দুঁদে অভিনেতা পাকা হাতেই গল্পটাকে পরিবেশনা করবেন যা দর্শকদের কাছে উপভোগ্য বলেই মনে হবে। এই ওয়েব সিরিজ নিয়ে পাওলি বলছেন, 'কাবেরী একটা চরিত্রের থেকে অনেক বেশি কিছু। এটা আমার মনের ভীষণ কাছের একটা কাজ আর আমি যেন নিজের মধ্যেই কাবেরীর শক্তিটাকে অনুভব করেছি। আমার মনে হয় এই গল্পটা সেই সমস্ত মানুষদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে যাঁরা জীবনে কখনও না কখনও প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন আর ঘুরে দাঁড়িয়ে সেই পরিস্থিতির প্রতিবাদ করেছেন।'
নির্মাতাদের মতে, কাবেরী কেবল একটা সিরিজ নয়, এটি বর্তমানে সময়ের একটি গুরুত্বপূর্ণ দলিল। মানুষ খুব সহজেই এই সিরিজের সঙ্গে নিজেদেরকে মিলিয়ে ফেলতে পারবেন।
আরও পড়ুন: Dev on Kanchan Mallick: এই কাঞ্চন মল্লিককে চিনি না, ওঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইছি: দেব
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।