মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি 'হেরা ফেরি'র (Hera Pheri) সিক্যুয়েল আসতে চলেছে। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় দর্শকদের উচ্ছ্বাস নজর কাড়ছে। কিছুদিন আগেই জানা যায়, এই ছবির সিক্যুয়েলের শ্যুটিং শুরু হতে চলেছে শীঘ্রই। পাশাপাশি এও শোনা যাচ্ছিল যে, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেট্টির সঙ্গে এই ছবিতে দেখা যাবে জন আব্রাহাম এবং অভিষেক বচ্চনকেও। কিন্তু সে খবর নিশ্চিত না হলেও, এই ছবিতে দেখা যাবে এক বলি সুপারস্টার। আর সে খবর নিশ্চিত করলেন খোদ পরেশ রাওয়াল (Paresh Rawal)।


কোন বলি তারকাকে দেখা যেতে চলেছে 'হেরা ফেরি ৩'-এ?


বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, 'হেরা ফেরি ৩'-এ অক্ষয় কুমারের (Akshay Kumar) জায়গায় দেখা যেতে চলেছে কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan)। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু বিভিন্ন সূত্রে খবর এমনটাই। এদিন নেট দুনিয়ায় অভিনেতা পরেশ রাওয়ালকেল ট্যাগ করে প্রশ্ন করেছেন এক নেট নাগরিক। অভিনেতাকে তিনি জানতে চেয়েছেন যে, 'পরেশ রাওয়াল স্যর এটা কি সত্যি যে কার্তিক আরিয়ানকে দেখা যাবে 'হেরা ফেরি ৩'-এ?' নেটিজেনের প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেতা। তিনি লিখেছেন, 'হ্যাঁ। এটা সত্যি।' পরেশ রাওয়ালের উত্তরের পরই নেট দুনিয়ায় মিমের বন্যা বয়ে গিয়েছে। বলিউডের 'খিলাড়ি'র অনুরাগীরা এই ছবিতে তাঁকে ফেরত চেয়ে নানা পোস্ট করেছেন।


আরও পড়ুন - Malaika Arora: 'আমি বললাম হ্যাঁ'! কার প্রস্তাবে সাড়া দিলেন মালাইকা অরোরা?


প্রসঙ্গত, 'ওয়েলকাম', 'ভুলভুলাইয়া' এবং আরও অনেক কমেডি ছবিতে অভিনয় করে নিজেকে দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে প্রতিষ্ঠিত করেছেন অক্ষয় কুমার। 'হেরা ফেরি' ছবিটি মারাত্মক জনপ্রিয় হয়। পরবর্তীকালে আসে তার সিক্যুয়েল 'ফির হেরা ফেরি'। আর যখন 'হেরা ফেরি ৩'-এর আসার কথা জানা যায়, তখন দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, প্রযোজকদের সঙ্গে মতের মিল না হওয়ার কারণে এই প্রোজেক্ট থেকে সরে গিয়েছেন অক্ষয় কুমার। সূত্রের খবর, ''হেরা ফেরি' ফ্র্য়াঞ্চাইজিতে দর্শকেরা যে তাঁকে দেখতে চাইছেন, তা জানেন অক্ষয় কুমার। কিন্তু স্ক্রিপ্ট তাঁর খুব একটা পছন্দ হয়নি। গত বেস কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় স্ক্রিপ্টের সঙ্গে সমঝোতা করতে চান না তিনি। তাই এই ছবির রিমেকে অভিনয় করার আগে তিনি স্ক্রিপ্ট নিয়ে চিন্তিত।'


অন্যদিকে, অক্ষয় কুমারকে শীঘ্রই দেখা যেতে চলেছে 'সেলফি', 'ও মাই গড ২'-এর মতো ছবিতে।