মুম্বই: বক্স অফিসে মাত্র ৭ দিনেই যে ঝড় তুলেছে 'পাঠান' (Pathaan), তাতে ইতিমধ্যেই অনেক রেকর্ড ভেঙে ফেলেছে। আর সামনে আরও অনেক রেকর্ড ভাঙতে চলেছে এই ছবি। এমনটাই মত ট্রেড অ্যানালিস্টদের। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরে ফের কিং খানের (Shah Rukh Khan) ম্যাজিক কাজ করেছে। কোন জাদুতে এই ছবি এত সফল হল? সে সম্পর্কে অবশেষে মুখ খুললেন 'পাঠান' পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)।
'পাঠান'-এর সাফল্য প্রসঙ্গে সিদ্ধার্থ আনন্দ-
বলিউডের খরা কাটিয়েছে 'পাঠান'। তার সঙ্গে লক্ষ্মীলাভও হয়েছে। বক্স অফিসে সাফল্য অব্যাহত রেখেছে এই ছবি। মাত্র ৭ দিনেই বিশ্বজুড়ে ব্যাপক মাত্রায় ব্যবসা করেছে। যশরাজ ফিল্মসের স্পাই অ্যাকশন থ্রিলার 'পাঠান' বলিউডে যেন নতুন জোয়ার এনেছে। শাহরুখ খানের কামব্যাক ছবি হিসেবেও মাইলস্টোন হয়ে থাকবে। বলিউডের ছবির জগত থেকেই এসেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তাঁর দাদু ইন্দ্র রাজ আনন্দ, কাকা টিনু আনন্দ। 'সালাম নমস্তে' ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় তাঁর। 'পাঠান'-এর সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, 'চার বছর পর শাহরুখ খান কীভাবে পর্দায় ফেরেন, সেদিকে তাকিয়ে ছিলেন দর্শকেরা। তিনি বিরতি নিয়েছিলেন সংবাদমাধ্যম থেকে, সামনে আসা থেকে নিজেকে আটকে রেখেছেন। সারা বিশ্বের কাছে সম্প্রতি তিনি সামনে এসেছেন। এতদিন ধরে মানুষকে তৃষ্ণার্ত রেখেছিলেন তিনি। দর্শকদের সেই তৃষ্ণা এখন মিটছে। নিজের চারপাশে শাহরুখ খান যে রহস্য তৈরি করে রেখেছিলেন, দর্শকরা তা জানার অপেক্ষায় ছিলেন। সমস্ত প্রজন্মের মানুষের কাছেই ওঁর জনপ্রিয়তা চূড়ান্ত। দীর্ঘদিন ধরে ওঁর সামনে না আসার ফলই পাচ্ছে 'পাঠান'। তাই এই ছবি এত সফল হচ্ছে।'
প্রসঙ্গত, 'পাঠান' পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরবর্তী প্রোজেক্ট হৃত্বিক রোশনের সঙ্গে 'ফাইটার' ছবিতে। 'কহো না পেয়ার হ্যায়' তারকার বিপরীতে প্রথমবার এই ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ছবির শ্যুটিং কিছুটা শেষ হয়েছে। 'পাঠান'-এর মুক্তির জন্য শ্যুটিং কিছুটা স্থগিত রয়েছে। জানা যাচ্ছে, 'পাঠান' মুক্তির ঠিক এক বছর পর মুক্তি পাবে 'ফাইটার'। অর্থাত, ২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।
প্রসঙ্গত, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'তে মুখ্য ভূমিকায় অভিনয় করেন আলিয়া ভট্ট, রণবীর কপূর। ছবিটি বিশ্বজুড়ে ৪২৫ কোটি টাকার ব্যবসা করেছে। দর্শকদের কাছ থেকেও ভালো প্রতিক্রিয়া পেয়েছে। কিন্তু অতিমধ্যেই 'ব্রহ্মাস্ত্র'র রেকর্ড ভেঙে দিয়েছে 'পাঠান'। সেই প্রসঙ্গে আলিয়া বলেন, 'আমরা খুব খুব খুশি যে 'পাঠান'-এর মতো ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে। এটা শুধুই ব্লকবাস্টার হিট নয়। ভারতীয় ছবির সবথেকে বড় ব্লকবাস্টার ছবি হয়ে চলেছে এটি। আর আমার ছবি ওর ছবি বলে কিছু হয় না। আমার তো মনে হয়, প্রতিটা ছবিরই সমস্ত ছবির রেকর্ড ভাঙা দরকার। 'ব্রহ্মাস্ত্র'র রেকর্ড ভেঙেছে 'পাঠান', তাতে আমি খুব খুশি।'