এক্সপ্লোর
অনুরাগীদের সঙ্গে কথা বলবেন অনুষ্কা, জানিয়ে দিলেন হোয়াটস্যাপ নম্বর
![অনুরাগীদের সঙ্গে কথা বলবেন অনুষ্কা, জানিয়ে দিলেন হোয়াটস্যাপ নম্বর Phillauri Want To Talk To Anushka Sharma Heres Her Whatsapp Number অনুরাগীদের সঙ্গে কথা বলবেন অনুষ্কা, জানিয়ে দিলেন হোয়াটস্যাপ নম্বর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/24065309/anushka-sharma.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আসন্ন সিনেমা ‘ফিলাউরি’-র প্রচারে অভিনব উপায় অবলম্বন করলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। এবার সরাসরি হোয়াটস্যাপের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী। অনুরাগীরা চাইলে মেসেজ করতে পারেন, করা যাবে ভিডিও কলও। সিনেমার প্রচারের উদ্দেশ্যে হোয়াটস্যাপের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে সরাসরি কথা বলবেন অনুষ্কা। হোয়াটস্যাপ নম্বরটি হল- 9867473178। তবে এই হোয়াটস্যাপ নম্বরটি অনুষ্কা নয়, শশী নামে রেজিস্ট্রিকৃত। সিনেমার প্রচার পর্বে এই নম্বর ব্যবহৃত হবে। উল্লেখ্য, ‘ফিলাউরি’তে অনুষ্কার চরিত্রের নাম ‘শশী’।
সিনেমার প্রযোজক সংস্থা ফক্স স্টার স্টুডিওর মুখ্য বিপণন অফিসার শিখা কপূর বললেন, ‘সিনেমার প্রচারের জন্য আমরা নতুন নতুন কৌশলের কথা ভাবছি। হোয়াট্সঅ্যাপে অনুষ্কার সরাসরি প্রচারের আইডিয়াটা নতুন। এর মাধ্যমে আরও বেশি দর্শকের সঙ্গে যোগাযোগ করা যাবে।’ আগামী ২৪ মার্চ মুক্তি পাবে ছবিটি।
গতকাল সিনেমা নয়া হোয়াটস্যাপ ভিডিও সং রিলিজ হয়েছে।
সিনেমায় ভুতের চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)