এক্সপ্লোর
Advertisement
নস্টালজিক কর্ণ, বলুনতো আদিত্য চোপড়া এবং পরিচালক প্রযোজকের কোলে রয়েছে কোন তারকার সন্তান?
মুম্বই: পরিচালক-প্রযোজক কর্ণ জোহর এইমুহূর্তে রয়েছেন নস্টালজিক মুডে। তিনি তাঁর ইন্সটাগ্রাম পেজে ভরিয়ে দিয়েছেন পুরনো দিনের ছবিতে। সঙ্গে আজ সকালে নিজের যমজ সন্তানের ছবিও ফের পোস্ট করেছেন। যা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে কার্যত ভাইরাল।
কর্ণ তাঁর ইন্সটা অ্যাকাউন্টে সেই সমস্ত ছবিগুলো শেয়ার করেছেন, যাঁদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ড শেয়ার করেন পরিচালক-প্রযোজক। সেখানেই তিনি শাহরুখ খান-কাজল এবং কর্ণের সঙ্গে একটি ছবি দিয়ে লেখেন, ‘লাইফটাইম বন্ড’। মনে করা হচ্ছে ছবিটি ২০১০ সালে ‘মাই নেম ইজ খান’ ছবির শ্যুটিংয়ের সময় নেওয়া হয়েছিল।
সম্প্রতি সমস্ত ঝামেলায় ইতি টেনে ফের আবার বন্ধুত্ব হয়ে গেছে কর্ণ-কাজলের মধ্যে।
এদিকে আজই নিজের যমজ সন্তানের ফের দুটি নতুন ছবি ইন্সটা পেজে শেয়ার করেছেন কর্ণ। স্বাভাবিক ভাবেই ছবি শেয়ারের সঙ্গে সঙ্গে সেটা ভাইরালও হয়ে গেছে। ছবিটি দিয়ে কর্ণ ক্যাপশন দিয়েছেন ‘মাই ওয়ার্ল্ড ২.০’।
My world 2.0 ❤️❤️❤️❤️❤️ A post shared by Karan Johar (@karanjohar) on
এরপরের ছবিতে দেখা যাচ্ছে কর্ণের মা-বাবা হিরু জোহর এবং যশ জোহরকে। তাঁরা দাঁড়িয়ে রয়েছেন চলচ্চিত্র পরিচালক যশ চোপড়া এবং পামেলা চোপড়ার সঙ্গে। ক্যাপশন দিয়েছে মা এবং প্যাম আন্টি তাঁদের নিজের নিজের যশের সঙ্গে।
অবশেষে সেই ছবিটি। এখানে আদিত্য চোপড়া এবং কর্ণের সঙ্গে রয়েছেন শাহরুখের বড় ছেলে আরিয়ান। আঠারো বছর আগের ছবি এটি।The two lovely ladies Pam aunty and mom with their respective YASH's #yashchopra #yashjohar #memoriesforever A post shared by Karan Johar (@karanjohar) on
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর প্রচারের সময় আলিয়া-বরুণ এবং সিদ্ধার্থের সঙ্গে।
দেখুন আরও কিছু ছবিMy children!!! ???????????? A post shared by Karan Johar (@karanjohar) on
Soul connects!!!!! A post shared by Karan Johar (@karanjohar) on
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement