কলকাতা: মুক্তির প্রায় সঙ্গে সঙ্গে বিশ্বব্য়াপী ১০০ কোটির ব্য়বসা মণি রত্নমের ম্যাগনাম ওপাস  'পোনিয়ন সেলভান ২'। সাম্প্রতিকতম খবর জানা যাচ্ছে, সিনেমাটি এখনও পর্যন্ত তামিলনাড়ুতে ৩৪.২৫  কোটি, কর্ণাটকে ৭.৮০ কোটি, অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানায় ৫.৮৫ কোটি আয় করেছে। সমস্ত রাজ্য থেকে  'পোনিয়ন সেলভান ২' (Ponniyin Selvan 2)-এর মোট আয় হল ৬.৪০ কোটি টাকা, যার ৫.১০ কোটি টাকা কেরালা থেকে এসেছে৷


মুক্তির দ্বিতীয় দিনে মোট দেশের অভ্যন্তরীণ আয় ছিল প্রায় ২৮.৫০ কোটি টাকা। পাশাপাশি আন্তর্জাতিক আয় আরও ৫১ কোটি।


আরও পড়ুন...


Workout: শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?


'মাদ্রাজ টকিজ', 'লাইকা প্রোডাকশন'-এর প্রযোজনায় প্রেক্ষাগৃহে ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে এই সিনেমা। তামিল, হিন্দি, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে 'পোনিয়ন সেলভান ২' (Ponniyin Selvan 2)। 


সম্প্রতিই মুক্তি পেয়েছে মণি রত্নমের (Mani Ratnam) ম্যাগনাম ওপাস 'পোনিয়ন সেলভান'-এর দ্বিতীয় ভাগ। এই ঘোষণা গতবছরের শেষের দিকেই  করেছিলেন তিনি। সেই মতোই এপ্রিলের শেষে মুক্তি পেল এই ছবি। 'পোনিয়ন সেলভান ১' গত বছরের অন্যতম বড় বক্স অফিস সফল ছবি। যবে থেকে জানা গেছে যে ছবির দুই পর্বের শ্যুটিংই পরিচালক একসঙ্গে সেরেছেন, তবে থেকে দর্শক ও অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায়। প্রসঙ্গত, গোটা বিশ্বজুড়ে, তামিল, তেলুগু, হিন্দি, মালয়লম ও কন্নড়, এই পাঁচ ভাষায় 'পোনিয়ন সেলভান ১' ৫০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। ছবিটি বিখ্যাত তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির 'পোনিয়ন সেলভান' উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি। 'পি এস ১'-এর মুখ্য অভিনেতারা ফিরলেন দ্বিতীয় ছবিতেও। 


আরও পড়ুন...


No Cry Onion: এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?


'পোনিয়ন সেলভান-১' ছবিতে দ্বিতীয়বার একত্রে দেখা গিয়েছিল ঐশ্বর্যা রাই বচ্চন ও দক্ষিণী অভিনেতা বিক্রমকে, ২০১০ সালে 'রাবণ' ছবির পর। 'পোনিয়ন সেলভান-১' ছিল মণি রত্নমের সঙ্গে ঐশ্বর্যর চতুর্থ ছবি। এর আগে ১৯৯৭ সালে 'ইরুভর', ২০০৭ সালে 'গুরু', ২০১০ সালে 'রাবণ'-এ কাজ করেছেন তাঁরা একসঙ্গে।


উল্লেখ্য়, এই ছবির 'পি এস অ্যান্থেম' গানটি হিন্দিতে তৈরি হয়েছে যেখানে সিনেমার একাধিক দৃশ্য দেখা যাচ্ছে এবং এ আর রহমান ট্র্যাকটিকে একটি র‍্যাপ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশ্রিত করে আধুনিকতার ছোঁয়া দিতে চেয়েছেন।