নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে মণি রত্নমের (Mani Ratnam) ম্যাগনাম ওপাস 'পোনিয়িন সেলভান ২' ('Ponniyin Selvan 2')। প্রথম সপ্তাহান্তেই দুর্দান্ত ব্যবসা করল এই ঐতিহাসিক ড্রামা  (Historic Drama) ঘরানার ছবি। সাধারণ দর্শকের সঙ্গে সমালোচকদেরও মন জয় করেছে এই ছবি। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও চলছে 'পোনিয়িন সেলভান ২' ম্যাজিক। তিনদিনের শেষে কত টাকার ব্যবসা (box office collection) করল এই ছবি?


প্রথম ৩ দিনের শেষে কত টাকার ব্যবসা করল 'পোনিয়িন সেলভান ২'?


২৮ এপ্রিল মুক্তি পেয়েছে 'পোনিয়িন সেলভান ২'। মণি রত্নম পরিচালিত এই ছবি প্রথম দুই দিনেই দেশে ৫০ কোটির ব্যবসা করে ফেলেছে। সূত্রের খবর, তৃতীয় দিনে, অর্থাৎ রবিবার এই ছবি আরও ৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ফলে প্রথম তিন দিনের শেষে দেশের মাটিতে এই ছবি মোট ৮০ কোটি টাকার ব্যবসা করেছে। তবে বিশ্বজুড়ে এই ছবি প্রথম তিন দিনেই ১৫০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেছে। 


ফিল্ম সমালোচক রমেশ বালা জানিয়েছেন 'পোনিয়িন সেলভান ২'-র বক্স অফিস কালেকশন সম্পর্কে। তাঁর ট্যুইটে তিনি লেখেন, 'তিন দিনে পোনিয়িন সেলভান ২ বিশ্বজুড়ে মোট আয়ে ১৫ কোটি টাকা পেরিয়ে গেছে।'


 






রবিবার এই ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন প্রায় ৬৩.২৫ শতাংশ তামিল দর্শক। অন্যদিকে ২০ শতাংশ হিন্দি দর্শক ছিলেন। ফলে রবিবারেই দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। প্রথম তিন দিনে 'পোনিয়িন সেলভান ২' সম্প্রতি মুক্তি প্রাপ্ত 'ভোলা' (১১১ কোটি), 'ভাথি' (১১৮ কোটি), 'দশেরা' (১১৬ কোটি)র থেকেও বেশি ব্যবসা করেছে বিশ্বজুড়ে। 


প্রসঙ্গত, 'পোনিয়িন সেলভান ১' বিশ্বজুড়ে প্রায় ৪৯০ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই বছর বক্স অফিস আয়ের নিরিখে ভারতীয় ছবিগুলির মধ্যে তৃতীয় নম্বরে ছিল এই ছবি। মণি রত্নম, বি জেয়ামোহন ও এলাঙ্গো কুমারাভেল, কল্কি কৃষ্ণমূর্তির লেখা জনপ্রিয় তামিল উপন্যাস থেকে এই ছবি তৈরি করেছেন। বিভিন্ন রিভিউ অনুযায়ী, 'পোনিয়িন সেলভান ২' তাঁর প্রথম অংশের থেকেও বেশি পছন্দ হবে দর্শকের। 


আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস


চোল সাম্রাজ্যের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন একগুচ্ছ তারকা। তাঁদের মধ্যে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, জয়ম রবি, কার্তি, তৃষা কৃষ্ণণ, আর শরৎকুমার, জয়রাম, প্রভু, ঐশ্বর্য লেক্ষ্মী, সোভিতা ধুলিপালা, বিক্রম প্রভু, প্রকাশ রাজ প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।