Ponniyin Selvan Part 2 OTT release: কোন ওটিটি প্ল্য়াটফর্মে মুক্তি পাচ্ছে 'পোনিয়িন সেলভান ২'?

Ponniyin Selvan Part 2 OTT release: প্রথম পাঁচ দিনে  বিশ্বব্য়াপী ২৩০ কোটির ব্য়বসা করেছিল এই ছবি।

Continues below advertisement

কলকাতা:  ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে 'পোনিয়িন সেলভান ২' (Ponniyin Selvan Part 2 )।  মুক্তির পরই বিশ্বব্য়াপী দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ছবি। মণি রত্নম পরিচালিত এই ছবি প্রথম দুই দিনেই দেশে ৫০ কোটির ব্যবসা করে ফেলেছিল। প্রথম পাঁচ দিনে  বিশ্বব্য়াপী ২৩০ কোটির ব্য়বসা করেছিল এই ছবি (Ponniyin Selvan Part 2 )। আর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে এই ছবি (Ponniyin Selvan Part 2 )। অ্য়ামজন প্রাইমে (Amazon Prime) খুব শীঘ্রই দেখা যাবে এই ছবি। প্রাইম ভিডিও টিম ছবি পোস্টার ইন্সটাগ্রামে পোস্ট করে প্রকাশ্য়ে এনেছেন এই খবর।

Continues below advertisement

আরও পড়ুন...

Use of Rose petals: ত্বক ভাল রাখতে গোলাপের গুরুত্ব অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?

উল্লেখ্য় 'পোনিয়িন সেলভান ১' বিশ্বজুড়ে প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই বছর বক্স অফিস আয়ের নিরিখে ভারতীয় ছবিগুলির মধ্যে তৃতীয় নম্বরে ছিল এই ছবি। মণি রত্নম, বি জেয়ামোহন ও এলাঙ্গো কুমারাভেল, কল্কি কৃষ্ণমূর্তির লেখা জনপ্রিয় তামিল উপন্যাস থেকে এই ছবি তৈরি করেছেন। বিভিন্ন রিভিউ অনুযায়ী, 'পোনিয়িন সেলভান ২' তাঁর প্রথম অংশের থেকেও বেশি পছন্দ হবে দর্শকের। 

চোল সাম্রাজ্যের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন একগুচ্ছ তারকা। তাঁদের মধ্যে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, জয়ম রবি, কার্তি, তৃষা কৃষ্ণণ, আর শরৎকুমার, জয়রাম, প্রভু, ঐশ্বর্য লেক্ষ্মী, সোভিতা ধুলিপালা, বিক্রম প্রভু, প্রকাশ রাজ প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। 

আরও পড়ুন...

Skin Care Tips: ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?

প্রসঙ্গত, 'পোনিয়ন সেলভান ২'-এর (Ponniyin Selvan 2) -এর গান 'পি এস অ্যান্থেম' ও (PS Anthem) পছন্দ করেছে দর্শক। এ আর রহমানের (AR Rahman) সঙ্গীত পরিচালনায় এই গানের কথা লিখেছেন গুলজার (Gulzar)।  সোশ্যাল মিডিয়ায় ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) গানের কথা ঘোষণা করেছিলেন।

'পোনিয়িন সেলভান-১' ছবিতে দ্বিতীয়বার একত্রে দেখা গিয়েছিল ঐশ্বর্যা রাই বচ্চন ও দক্ষিণী অভিনেতা বিক্রমকে, ২০১০ সালে 'রাবণ' ছবির পর।'পোনিয়িন সেলভান-১' ছিল মণি রত্নমের সঙ্গে ঐশ্বর্যর চতুর্থ ছবি। এর আগে ১৯৯৭ সালে 'ইরুভর', ২০০৭ সালে 'গুরু', ২০১০ সালে 'রাবণ'-তে কাজ করেছেন তাঁরা একসঙ্গে।

ছবির সাফল্যেই একটি জমকালো পার্টিরও আয়োজন করা হয়েছিল। 

Continues below advertisement
Sponsored Links by Taboola