নয়াদিল্লি: অভিনেত্রী পরিচালক পূজা ভট্ট (Pooja Bhatt) বৃহস্পতিবার এক বিশেষ পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। অ্যালকোহল (Alcohol) ছাড়া পাঁচ বছর পূরণ করলেন পূজা ভট্ট। সেই বিশেষ দিনটিকে স্মরণ করেই পোস্ট করলেন অভিনেত্রী। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী যিনি 'ড্যাডি', 'দিল হ্য়ায় কি মানতা নেহি', 'সড়ক', 'তমন্না', 'জখম'-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক মাইলস্টোনে পৌঁছনোর কথা জানিয়ে।


একটি বড় মোমবাতি হাতে ধরে তিনি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'আমার নিজেকে শুভ জন্মদিন! সংযত হওয়ার পাঁচ বছর পূর্ণ। কৃতজ্ঞতা। নম্রতা। স্বাধীনতা।'


৪৯ বছর বয়সী অভিনেত্রী একই পোস্ট শেয়ার করেছেন ট্যুইটার ও ইনস্টাগ্রামে। যদিও ইনস্টাগ্রামে নিজের একটি ছবির সঙ্গে পোস্ট করেছেন তিনি। জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মহেশ ভট্টের কন্যা পূজা সবসময়েই মদ বা সেই সংক্রান্ত তাঁর সমস্যা ও সংগ্রাম নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। 


 






এর আগে অভিনেত্রী বলেছিলেন তিনি মদ্যপান ছাড়ছেন কারণ তাঁর মনে হয়েছিল যে তিনি একটি ফাঁদে পড়েছেন। তাঁর কথায় 'এই ফাঁদ থেকে বেরনোর উপায় হচ্ছে নিজের ভুল মেনে নেওয়া।' 


প্রসঙ্গত কাজের ক্ষেত্রে তাঁকে বহুদিন পর ওয়েব সিরিজে দেখা যায়। নেটফ্লিক্সের 'বম্বে বেগমস'-এ (Bombay Begums) অভিনয় করেছেন তিনি।


আরও পড়ুন: Rajkummar Rao Update: শ্যুটিং শেষ হল রাজকুমার রাওয়ের আগামী ছবি 'ভিড়'-এর