এক্সপ্লোর
Advertisement
গোয়ায় 'বেআইনি পর্ন শ্যুট' করে জেল! অবশেষে এই শর্তে জামিন পেলেন পুনম পাণ্ডে
গোয়া ফরওয়ার্ড পার্টির অভিযোগ করে, চাপোলি ড্যামে অশ্লীল ভিডিও শুট করেছেন পুনম।
মুম্বই: অভিযোগ ছিল, গোয়ায় একটি মনোরম জায়গায় করছিলেন পর্ন ভিডিও শুট। তার জেরেই গোয়া পুলিশ, অভিনেত্রী পুনম পাণ্ডে ও তাঁর স্বামীকে গ্রেফতার করে। অবশেষে গোয়ার এক আদালতের নির্দেশে জামিন পেলেন তাঁরা। কিন্তু আপাতত গোয়ার বাইরে যেতে পারবেন না অভিনেত্রী ও তাঁর স্বামী। তবে পুলিশ জানিয়েছে, যতক্ষণ না তাঁরা মাথাপিছু ২০ হাজার টাকা করে দেন, ততক্ষণ তাঁদের ছাড়া হবে না। আগামী ৬ দিন পুনমদের থানায় এসে হাজিরা দিয়ে যেতে হবে।
Media briefing by Goa Forward General Secretary Prashant Naik ,Women Forward President Adv Ashma & others https://t.co/pczpYbsBl4
— Goa Forward (@Goaforwardparty) November 3, 2020
অশ্লীল ভিডিও শ্যুট করার মামলা:
গোয়া ফরওয়ার্ড পার্টির অভিযোগ করে, চাপোলি ড্যামে অশ্লীল ভিডিও শুট করেছেন পুনম। ওই জায়গাটি জলসম্পদ দপ্তরের নিয়ন্ত্রণাধীন। এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়া মূলত এখানে শুটিংয়ের অনুমতি দিয়ে থাকে। তাই কীভাবে ওই জায়গায় এমন অশ্লীল শুটিং করার অনুমতি দেওয়া হল সেই প্রশ্নও করে ফরওয়ার্ড পার্টি। জানতে চায়, দিন দিন গোয়া নীল ছবি তৈরির জায়গা হয়ে উঠছে কিনা। পদত্যাগ দাবি করেন গোয়ার মুখ্যমন্ত্রী এবং জলসম্পদ মন্ত্রীর।
পুনম ও বিতর্ক:
সম্প্রতি বিয়ে করেছেন পুনম পাণ্ডে। তাঁর বিয়ের খবর নিয়ে হইচই পড়ে গিয়েছিল। এরই মাঝে স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে সরব হন পুনম। অভিযোগ করেন, হোটেলের ঘরে তাঁকে নাকি শারীরিক নিগ্রহ করেছেন স্যাম। পুলিশের দ্বারস্থও হন হন। যদিও পরে সেই মামলা প্রত্যাহার করেন তিনি। নিন্দুকদের মতে, সবটাই চমক!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement