Prabhas's Fan Death: প্রিয় নায়কের ছবি আশা পূরণ করতে পারেনি, হতাশায় 'আত্মহত্যা' প্রভাসের অনুরাগীর
Prabhas's Fan Death: ২৪ বছর বয়সী রবি তেজা নামের একজন অনুরাগী 'রাধে শ্যাম' দেখেছিলেন এবং তাতে বেশ হতাশ হয়েছিলেন। এরপর ছবিটি যখন নেতিবাচক রিভিউ পেতে শুরু করে তখন তিনি নিজের প্রাণনাশের সিদ্ধান্ত নেন।
নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে প্রভাস (Prabhas) ও পূজা হেগড়ে অভিনীত 'রাধে শ্যাম' (Radhe Shyam) ছবিটি। আর মুক্তির কিছুদিনের মধ্যেই এল দুঃসংবাদ। শোনা যাচ্ছে, দক্ষিণী তারকা প্রভাসের অনুরাগী রবি তেজা (Ravi Teja) আত্মঘাতী (Suicide) হয়েছেন। কিন্তু কেন আত্মহত্যা করলেন তিনি? কারণ শুনলে হতবাক হবেন। প্রিয় তারকা প্রভাসের সদ্য মুক্তি প্রাপ্ত ছবি খারাপ রিভিউ পাওয়ায় তিনি দুঃখিত হয়ে পড়েন এবং তার পরেই নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন তিনি। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার তিলক নগরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিনেতার থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
প্রায় তিন বছর ধরে 'রাধে শ্যাম' ছবিটি তৈরি হয়েছে। এরপর ছবিটি অবশেষে ১১ মার্চ বিশাল প্রত্যাশার সঙ্গে পর্দায় স্থান পেয়েছে। প্রভাসের অনুরাগীরা প্রেক্ষাগৃহে ভিড় করে এবং সারা ভারত জুড়ে প্রেক্ষাগৃহের বাইরে কাট-আউট তৈরি করে দিনটি উদযাপন করেন।
তবে ২৪ বছর বয়সী রবি তেজা নামের একজন অনুরাগী 'রাধে শ্যাম' দেখেছিলেন এবং তাতে বেশ হতাশ হয়েছিলেন। এরপর ছবিটি যখন নেতিবাচক রিভিউ পেতে শুরু করে তখন তিনি নিজের প্রাণনাশের সিদ্ধান্ত নেন। জানা যাচ্ছে, ওই যুবক, নিজের মাকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন কারণ তার মনে হয়েছিল যে 'রাধে শ্যাম' তার প্রত্যাশা পূরণ করতে পারেনি। পুলিশের তরফ থেকে একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।
আরও পড়ুন: Kishmish: ফ্রেমে দেব, জুন, অঞ্জনা, মুক্তির আগে 'কিশমিশ' পরিবারের ছবি শেয়ার রুক্মিণীর
রবি তেজার মৃত্যু প্রভাসের ভক্তমহল এবং নেটিজেনদের জন্য একটি বিশাল ধাক্কা। রবি তেজা পেশায় কুর্নুলের একজন দিনমজুর শ্রমিক ছিলেন।
প্রসঙ্গত, 'রাধে শ্যাম' মুক্তি পাওয়ার পর থেকে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দর্শকদের। কোনও নেট নাগরিকের ছবিটি পছন্দ হয়েছে। আবার কোনও নেট নাগরিকের একেবারেই পছন্দ হয়নি ছবিটি। কেউ বলছেন ছবিটি ব্লকবাস্টার হিট। আবার কেউ বলছেন ফ্লপ হয়েছে।