কলকাতা: এবার ওয়েবের পর্দায় দেখতে পাওয়া যাবে দেব (Dev), সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee) ও অনির্বাণ চক্রবর্তীর (Anirban Chakraborty)-র ছবি 'প্রধান' (Pradhan)। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। ডিসেম্বরের ছুটিতে মুক্তি পাওয়া এই ছবি ছিল সেই বছরের অন্যতম সেরা ব্যবসা করা একটি ছবি। আর এবার সেই ছবিই আসছে ওয়েব এর পর্দায়। 'হইচই' (Hoichoi)-এ ৯ অগাস্ট থেকে দেখা যাবে এই ছবিটি।
কেন এত চর্চিত 'প্রধান'?
অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটি চর্চায় থাকার মূল কারণ ছিল অনেকগুলি। প্রথমত, এই ছবির বিষয়বস্তু। ছবির নায়ক যিনি, তিনি শাসকদলের সাংসদ। কিন্তু ছক ভেঙে এই ছবি জুড়ে উঠে এসেছে রাজ্যের দুর্নীতির কথা। সেখানে যেমন জায়গা করে নিয়েছে শিক্ষা দুর্নীতি, ঠিক সেভাবেই দেখানো হয়েছে কিভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে পুলিশদের মধ্যে। রাজ্যের শাসকেরাই যদি দুর্নীতিগ্রস্থ হন, তবে আইনের রক্ষা করবে কে? সেই প্রশ্নই যেন তুলে দিয়েছে 'প্রধান'। আর শাসকদলের সাংসদ হয়েও পর্দায় দুর্নীতির কথা তুলে ধরা, এমন ছবি অভিনয় ও প্রযোজনা করা যথেষ্ট সাহসিকতার পদক্ষেপ। সেই জায়গা থেকে বেশ প্রশংসিত হয়েছিলেন দেব।
দ্বিতীয়ত, এই ছবিতে সৌমিতৃষার উপস্থিতি। 'প্রধান'-এই দেবের সঙ্গে সৌমিতৃষার প্রথম জুটি। এর আগে, ছোটপর্দায় 'মিঠাই' ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন সৌমিতৃষা। এর আগে দেবের সঙ্গে তাঁর কাজ করার কথা হয়েছিল 'বাঘাযতীন' ছবিতে। তবে সেই সময়ে অন্য কাজে ব্যস্ত থাকার ফলে কাজটি করতে পারেননি সৌমিতৃষা। এরপরে, দেবের সঙ্গে 'প্রধান' ছবিতে জুটি হিসেবে দেখা যায় সৌমিতৃষাকে। দর্শকদের বেশ পছন্দ হয়েছিল এই জুটিকে।
'প্রধান' ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সোহম চক্রবর্তী। তিনিও একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। এই প্রথম একসঙ্গে একই ছবিতে অভিনয় করেছেন দেব ও সোহম। সেটাও এই ছবির অন্যতম বড় আকর্ষণ বটে। আর বলতেই হয় অনির্বাণের কথা। নেতিবাচক চরিত্রে অনির্বাণ চক্রবর্তী বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। সব মিলিয়ে এই ছবি দর্শকদের একদিকে যেমন মন ছুঁয়ে গিয়েছিল, তেমনই যেন তুলে ধরেছিল সমাজের চিত্রটাও। সেই ছবি এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের।
আরও পড়ুন: Hima Khan: চুল কেটেও রেহাই নেই, কেমোর পার্শ্বপ্রতিক্রিয়া থেকে বাঁচতে কঠিন সিদ্ধান্ত নিলেন হিনা!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।