এক্সপ্লোর
Advertisement
রুপোলি পর্দায় আবদুল কালামের জীবনী, ট্যুইটারে ‘ফার্স্ট লুক’ প্রকাশ করলেন জাভড়েকর
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের জীবন নিতে তৈরী হতে চলেছে চলচ্চিত্র। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর একটি সাংবাদিক সম্মেলনে সামনে আনলেন ছবির ‘ফার্স্ট লুক’। ছবির নাম দেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে, ‘এপিজে আবদুল কালাম-দ্য মিসাইল ম্যান’, জানান জাভড়েকর।
নয়াদিল্লি: ‘মিসাইল ম্যান’-এর জীবনী এবার রুপোলি পর্দায়। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের জীবন নিতে তৈরী হতে চলেছে চলচ্চিত্র। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর একটি সাংবাদিক সম্মেলনে সামনে আনলেন ছবির ‘ফার্স্ট লুক’। ছবির নাম দেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে, ‘এপিজে আবদুল কালাম-দ্য মিসাইল ম্যান’, জানান জাভড়েকর।
আজ নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ছবির ‘ফার্স্ট লুক’ প্রকাশের একটি ছবি পোস্ট করেন জাভড়েকর। সঙ্গে লেখেন, হলিউড ও দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির যুগ্ম উদ্যোগে তৈরী হতে চলেছে এই ছবি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের জীবন তুলে ধরা হবে চিত্রনাট্যে। এই বছরের শেষে মুক্তি পাবে ‘এপিজে আবদুল কালাম-দ্য মিসাইল ম্যান’। জগদীশ দানেটি, সুবর্ণ পাপ্পু এবং মার্টিনি ফিল্মসের জনি মার্টিনের যুগ্ম প্রযোজনার সিনেমাটি নির্মিত হবে। মুখ্যচরিত্রে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ওলি-কে। জাভড়েকর আরও জানান যে, আমেরিকার মার্টিনি ফিল্মস এবং পিঙ্ক জাগুয়ার এন্টারটেনমেন্ট ভারতে পাঁচটি সিনেমা তৈরি করবে। সেই প্রকল্পে মার্কিন বিনিয়োগও থাকবে।Released the first look of the biopic of Dr. A.P.J Abdul Kalam in New Delhi today. A joint venture of #Hollywood and #Tollywood, the feature film made on the iconic People’s President of India, will be released by end of this year. pic.twitter.com/KBjrxjC1lQ
— Prakash Javadekar (@PrakashJavdekar) February 9, 2020
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement