কলকাতা: আজই মুক্তি পেয়েছে সানি দেওয়ল (Sunny Deol) ও আমিশা পটেল অভিনীত ছবি 'গদর ২' (Gadar 2)। আর আজই ছবি দেখার জন্য় আগ্রহ প্রকাশ করলেন রাষ্ট্রপতি। জানা যাচ্ছে ১৩ অগাস্ট রবিবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে স্ক্রিনিং হবে এই ছবির।
পরিচালক অনিল শর্মা 'গদর ২' ছবিতে দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তুলেছেন। ১৯৭১ সালের 'ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট'-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই উঠে এসেছে এই ছবিতে। ট্রেলারেই স্পষ্ঠ ছিল যে ছবিতে দুর্দান্ত অ্য়াকশান সিকোয়েন্সের দেখা মিলতে চলেছে।
আরও পড়ুন...
পেট ঠেসে খাওয়া নয়, বারে বারে খাওয়া, স্তন্যদায়ী মায়ের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ পুষ্টিবিদের
প্রসঙ্গত, 'গদর: এক প্রেম কথা' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য় লাভ করেছিল। মোট ১০০ কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি। আমির খানের 'লাগান'-এর সঙ্গেও রীতিমত টক্কর চলে এই ছবির।
আরও পড়ুন...
অ্যালঝাইমার্সের গোলক-ধাঁধায় 'পথ হারানোর' আশঙ্কা বেশি মহিলাদের? কী ভাবে মোকাবিলা? কী বললেন বিশেষজ্ঞরা
উল্লেখ্য়, ছবির শ্য়ুটিং চলাকলীন আমিশা পটেল (Ameesha Patel) অভিযোগ তোলেন ছবির সেটের চরম অব্যবস্থা নিয়ে। অভিনেত্রী সমস্ত অভিযোগই আনেন পরিচালক অনিল শর্মার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে (Director Producer Anil Sharma)। সেই প্রসঙ্গে মুখও খোলেন অনিল শর্মা। তাঁর দাবি ছিল এই সমস্ত অভিযোগ একেবারে মিথ্যা।
পরপর একাধিক ট্যুইটে আমিশা পটেল লিখেছিলেন, 'অনুরাগীদের অপর এক চিন্তার বিষয় ছিল অনিল শর্মা প্রোডাকশনসকে ঘিরে যা 'গদর ২'-এর শেষ শিডিউলে ঘটে মে মাসের শেষের দিকে চণ্ডীগড়ে। মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার প্রমুখদের অনিল শর্মার প্রোডাকশন হাউজ থেকে প্রাপ্য পারিশ্রমিক না পাওয়া নিয়ে একাধিক প্রশ্ন ছিল।'
আমিশার পোস্টের জবাবে এক জাতীয় সংবাদ সংস্থাকে পরিচালক অনিল শর্মা জানিয়েছিলেন যে, অভিনেত্রী কেন এমন বলছেন তাঁর কোনও ধারণাই নেই। তিনি জানিয়েছিলেন যে এই সমস্ত অভিযোগের কোনওটাই সত্যি নয় এবং একইসঙ্গে পরিচালক অভিনেত্রীকে ধন্যবাদ জানান তাঁর প্রযোজনা সংস্থাকে বিখ্যাত করে দেওয়ার জন্য। তিনি বলেন, 'এর থেকে বড় কী হতে পারে? আমাদের নতুন প্রযোজনা সংস্থাকে বিখ্যাত করে দেওয়ার জন্য ওঁকে ধন্যবাদ।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial