কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল খবর। হঠাৎ করে নাকি অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বর্তমানে প্রবীণ অভিনেতার বাসস্থান মুম্বই। মাঝেমাধ্যে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে কলকাতায় আসলেও, বাংলা ছবি থেকে তিনি বিরতি নিয়েছেন দীর্ঘদিনই। তবে হঠাৎ করেই নাকি অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা। এমনই খবর ঘুরপাক খাচ্ছিল সমাজমাধ্যমে। সেই খবর গিয়ে পৌঁছয় কলকাতায় থাকা ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র কানেও। সেই খবরের সত্যতা কতটা? সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানালেন প্রসেনজিৎ। 


সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রসেনজিৎ লিখেছেন, 'একটা খবর ভুল ছড়িয়েছে সকাল থেকে...বর্তমানে মুম্বইয়ের বাড়িতে আমার বাপি সুস্থ আছে এবং ভালো আছে ..ভগবান এবং আপনাদের আশীর্বাদে'। অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন, সুস্থই আছেন। সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভুয়ো। প্রসেনজিতের এই খবর দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিশ্বজিৎ অনুরাগীরা। তবে বিশ্বজিৎ এখনও রুপোলি পর্দার সঙ্গেই যুক্ত আছেন। যদিও তাঁকে সরাসরি পর্দায় দেখা যায় না, তবুও তিনি রূপোলি পর্দায় পরিচালনা ও প্রযোজনার কাজও করছেন। 


অন্যদিকে, সদ্য নতুন ছবির ঘোষণা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। কাকাবাবু-র গল্প নিয়ে ফিরছেন তিনি। 'কাকাবাবু' ফ্রাঞ্চাইজিতে এসেছে বড় বদল। প্রায় ৩ বছর পরে পর্দায় ফিরছে কাকাবাবু। মুখ্যভূমিকায় সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থাকলেও, বদলে গিয়েছে অনেক কিছুই। সবচেয়ে বড় কথা, বদলে গিয়েছে পরিচালক ও। এর আগে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ও প্রসেনজিতের হাত ধরে পর্দায় এসেছে কাকাবাবু। তবে ইতিমধ্যেই সৃজিত হাত ছেড়েছেন কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির। বদলে এবার কাকাবাবু-র পরিচালক হচ্ছেন চন্দ্রাশিস রায়। এর আগে প্রসেনজিৎকে নিয়ে পরিচালক তাঁর প্রথম ছবি ‘নিরন্তর’ তৈরি করেছিলেন। ফলে প্রসেজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পরিচালকের। তবে এবারে তাঁর চ্যালেঞ্জ কাকাবাবু-র গল্প নিয়ে কাজ। এই বছরের গল্পের জন্য  ‘বিজয়নগরের হিরে’ গল্পটি বেছে নেওয়া হয়েছে।


২০১৩ সালে মুক্তি পায় প্রযোজনা সংস্থার প্রথম কাকাবাবু-ছবি ‘মিশর রহস্য’। ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পায় যথাক্রমে ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। অতীতে এই সিরিজ়ে সন্তুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik)। তবে এ বার সন্তুর চরিত্রে দেখা যাবে অর্ঘ্য বসুরায়কে।


আরও পড়ুন: Kunal Ghosh on Mimi Chakraborty: মিমির সঙ্গে খুঁজে পেলেন নিজের মিল! নায়িকার প্রশংসায় পঞ্চমুখ কুণাল