কলকাতা: 'কাকাবাবু' ফ্রাঞ্চাইজিতে বড় বদল। প্রায় ৩ বছর পরে পর্দায় ফিরছে কাকাবাবু। মুখ্যভূমিকায় সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) থাকলেও, বদলে গিয়েছে অনেক কিছুই। সবচেয়ে বড় কথা, বদলে গিয়েছে পরিচালক ও। এর আগে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ও প্রসেনজিতের হাত ধরে পর্দায় এসেছে কাকাবাবু। তবে ইতিমধ্যেই সৃজিত হাত ছেড়েছেন কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির। বদলে এবার কাকাবাবু-র পরিচালক হচ্ছেন চন্দ্রাশিস রায়। এর আগে প্রসেনজিৎকে নিয়ে পরিচালক তাঁর প্রথম ছবি ‘নিরন্তর’ তৈরি করেছিলেন। ফলে প্রসেজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পরিচালকের। তবে এবারে তাঁর চ্যালেঞ্জ কাকাবাবু-র গল্প নিয়ে কাজ। এই বছরের গল্পের জন্য ‘বিজয়নগরের হিরে’ গল্পটি বেছে নেওয়া হয়েছে।
২০১৩ সালে মুক্তি পায় প্রযোজনা সংস্থার প্রথম কাকাবাবু-ছবি ‘মিশর রহস্য’। ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পায় যথাক্রমে ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। অতীতে এই সিরিজ়ে সন্তুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik)। তবে এ বার সন্তুর চরিত্রে দেখা যাবে অর্ঘ্য বসুরায়কে। মনে করা হচ্ছে, সন্তু হিসেবে আরিয়ান অনেকটা পরিণত হয়ে যাচ্ছে, সেই কারণেই এবার সন্তু হিসেবে ভাবা হয়েছে অর্ঘ্য বসুরায়কে। এর আগে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবি 'দাবাড়ু'-তে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন অর্ঘ্য বসুরায়। তিনি সেই ছবিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসাও পেয়েছিলেন। তবে বুদ্ধিদীপ্ত এই তরুণকে সন্তুর চরিত্রে কতটা মানায় এখন সেটাই দেখার।
অন্যদিকে এই ছবিতে রয়েছে 'ভুটু ভাইজান'। অর্থাৎ 'হামি' সিনেমার অভিনেতা ব্রত। ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে ব্রত। তবে সে এখন অনেকটাই বড়। 'হামি' ছবির থেকে অনেকটাই বদলে গিয়েছে সে। এবার নতুনভাবে তাকে দেখার অপেক্ষায় অনুরাগীরা। ব্রত ও এই সিনেমার অন্যতম একটা চমক হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। এছাড়াও এই ছবিতে রয়েছেন সত্যম ভট্টাচার্য্য। ইতিমধ্যেই এসভিএফে খুবই ঘটা করে হয়ে গিয়েছে এই ছবির মহরত। হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরাও। এবার অপেক্ষা শুরু শ্যুটিং শুরু হওয়ার।