কলকাতা: নেতাজি ইন্ডোরে আজ তৃণমূলের মেগা সমাবেশ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নেতা, কর্মী, জনপ্রতিনিধিদের একটা বড় অংশের সঙ্গে বৈঠকে বসেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। দলের শীর্ষ স্তরে ক্ষমতার টানাপোড়েন-জল্পনার আবহেই বৈঠকে নজর সকলের। তাৎপর্যপূর্ণভাবে এই কর্মিসভার মূল মঞ্চে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি রয়েছে। দলের ভরকেন্দ্র যে মমতা বন্দ্যোপাধ্যায়, তা এর মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, '২৬-এর ভোটকে পাখির চোখ করে এই কর্মিসভা থেকে প্রয়োজনীয় বার্তা দেবেন তৃণমূলনেত্রী। ভূতুড়ে ভোটার নিয়ে কর্মিসভা থেকে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে কড়া বার্তা আসবে তৃণমূলনেত্রীর তরফে? প্রত্যেকের নজর এখন সেই দিকেই।
প্রথমেই সভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরে সভায় বক্তব্য রাখতে উঠে শতাব্দী রায় বলেন, 'নমস্কার। সবাইকে আমার শুভকামনা। উপস্থিত প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের দেখা হওয়ার কারণ ২০২৬-এর নির্বাচন। সেই নির্বাচনে কী হবে, কীভাবে হবে সেটা জানার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি। শুধু এটা বলব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় ভালবাসায় তৃণমূলের প্রত্যেকটা মানুষ যেভাবে লজিক্যাল কথা বলে বলিষ্ঠ হয়ে উঠেছেন, সেটা শুধু তৃণমূলের জন্য, সেটা তৃণমূলের অ্যাসেট। দিদির কথা বললে একটা কথাই মনে হয়। সাংসদ হওয়ার পরে যে প্রান্তেই যাই না কেন.. ২০০৯-এ যখন সাংসদ হয়েছিলাম, তখন আরোও ছোট ছিলাম। তখন অনেকেরই বিশ্বাস করতে অসুবিধা হত যে আমি সাংসদ। তারপরে সাংসদ শুনে একটু নড়ে বসত। তারপরে সবথেকে মজার, প্রশ্ন করা হত, কোনখানকার সাংসদ? যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা বলি, সে ট্যাক্সি ড্রাইভার থেকে মন্ত্রী, আরেকবার ঘুরে তাকায়। ওও.. মমতা বন্দ্যোপাধ্যায়.. আচ্ছা আচ্ছা। সাংসদ ছাড়াও যে একটা উপরি ভালবাসা, একটা উপরি সম্মান, একটা অ্যাটেনশন যে সব জায়গায় পাই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতেই। আমরা ১৫ বছর ধরে পার্লামেন্টে অনেক CM-কে আসতে দেখি। যাঁরা প্রাক্তন হয়েছেন, যাঁরা বর্তমান আছেন.. সবাই। তাঁদের দেখে অন্যদের যে উত্তেজনা থাকে না, দিদিকে দেখে তা থাকে। সবাই কথা বলতে আসে। এটা কিন্তু আমাদের ভালবাসার জায়গা। পশ্চিমবঙ্গের মানুষ এখনও দিদিকে ভালবাসে। সেই একই ভরসা, একই আস্থা, একই বিশ্বাস আছে বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আগামী দিনও থাকব। তৃণমূলই একমাত্র আছে, থাকবে। জয় বাংলা।'
আরও পড়ুন: New Bengali Serial: 'সাহিত্যের সেরা সময়'-এ এবার জনপ্রিয় গল্প, 'প্রথম কদমফুল', অভিনয়ে থাকছে চমক