কলকাতা: বড়পর্দায় প্রথম ছবি মুক্তি। সিনেমার শ্যুটিং, প্রচার.. জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় পার করছেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee)। 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' (Prosenjit Weds Rituparna)-র মুখ্যভূমিকায় নির্বাচিত হওয়ার পর থেকে ছবির মুক্তি, ঈপ্সিতার কাছে সবটাই যেন স্বপ্নসফর। সোশ্যাল মিডিয়ায় সেই অভিতজ্ঞতার কথা লিখতে গিয়েই আবেগে ভাসলেন অভিনেত্রী।                                                                                                                                                                             


লাল শাড়িতে একটি ছবি শেয়ার নিয়েছেন পর্দার ঋতুপর্ণা ওরফে ঈপ্সিতা। দর্শকের ধন্যবাদ জানিয়েছেন তাঁদের ছবিকে ভালবাসার জন্য। সেইসঙ্গে অভিনেত্রী দরাজ হাতে লিখেছেন তাঁর জীবনে এই মুহূর্তের দুই গুরুত্বপূর্ণ মানুষের কথা। এর মধ্যে প্রথম নামটি যাঁর, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঈপ্সিতা লিখছেন, 'আমি তোমার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তোমাকে কিছু বলতে বা লিখতে সাহস পাই না, শব্দ ও খুঁজে পাই না। তোমার সান্নিধ্যে আসতে পারব স্বপ্নেও ভাবতে পারিনি।তোমাকে শুধু এটুকুই বলতে পারি, আমি সারা জীবন তোমার স্নেহ, তোমার ভালোবাসার মর্যাদা রাখবো। তোমার আশীর্বাদ এর হাতটা এভাবেই মাথায় রেখো। (অপরিবর্তিত)


আরও পড়ুন: Prosenjit Chatterjee: 'আমি নিজেকে ইন্ডাস্ট্রি বলিনি কখনও', অকপট প্রসেনজিৎ


এরপর ঐপ্সিতা লীনা গঙ্গোপাধ্যায়ের কথাও। ঈপ্সিতা লিখছেন, 'আজ প্রায় বারো বছর ধরে আমাকে আগলে রেখেছো, জীবনের সমস্ত ক্ষেত্রে সবরকম ভাবে পাশে থেকেছ, আর একজন মা তুমি আমার, তাই আজ আমার এই বিশেষ দিনে নিজের শাড়ি, গয়না দিয়ে সাজিয়ে দিয়েছো। সবাই বলেছে "সুন্দর লাগছে"। কোনোদিন আমার সামনে আমার কোনো ভালো কথা বলোনি,কিন্তু নিঃশব্দে ভালোবাসা বুঝিয়েছো।' (অপরিবর্তিত)