NTA JEE Mains 2023 Exam Date: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। ৩০ নভেম্বরেই প্রকাশিত হতে পারে জেইই মেইন পরীক্ষার সময়সূচি। অন্তত তেমনই বলছে মিডিয়া রিপোর্ট। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির ( NTA) ওয়েবসাইটে এই সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
JEE Main 2023: পরীক্ষা দুটি সেশনে অনুষ্ঠিত হতে পারে
আশা করা হচ্ছে, জেইই মেন পরীক্ষা আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি ও এপ্রিলে হতে পারে। জানুয়ারি ২০২৩ সেশনের জন্য JEE মেন আবেদন পূরণের প্রক্রিয়া ডিসেম্বর মাসে শুরু হতে পারে।
NTA JEE Mains 2023 Exam Date: এইভাবে ধাপে ধাপে করতে পারবেন আবেদন
JEE মেইন ২০২৩ রেজিস্ট্রশেনের প্রার্থীদের কয়েকটি ধাপ সম্পূর্ণ করতে হবে। এর মধ্যে প্রধান হল আবেদন পূরণ,নথি আপলোড ,আবেদন ফি পূরণ ইত্যাদি। ফর্মটি পূরণ করার পরে পৃষ্ঠার একটি প্রিন্ট নিন।JEE মেইন পরীক্ষার জন্য আবেদন করার জন্য প্রার্থীকে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। সেই ক্ষেত্রে প্রার্থীর বিষয়ে পদার্থবিদ্যা, গণিত থাকতে হবে।
JEE Main 2023: এসব প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ রয়েছে
JEE মেনের স্কোর অনেক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গৃহীত হয়। গত বছরের জেইই মেইন ২০২২ স্কোর ৩১টিএনআইটি,৫টি আইআইটি ও ২৮টি জিএফআই ইনস্টিটউটগ্রহণ করেছে। জেইই মেইন পরীক্ষার সময়সূচি প্রকাশের পরে এটি এনটিএর ওয়েবসাইটগুলিতে দেখা যেতে পারে,যার ঠিকানা - jeemain.nta.nic.in, nta.ac.in
NTA JEE Mains 2023 Exam Date: ফি কত নেওয়া হতে পারে ?
আমরা যদি গত বছরের আবেদন ফি দেখিতাহলে এই বছরের ফি এরকম কিছু হওয়া উচিত। সাধারণ বিভাগের জন্য ৬৫০টাকা ,সংরক্ষিত শ্রেণির জন্য ৩২৫টাকা(SC, ST, PWD ওট্রান্সজেন্ডার)।যদিও এর মধ্যে পরিবর্তন সম্ভব। বিজ্ঞপ্তি প্রকাশের পরই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI