কলকাতা: অধীর অপেক্ষায় অনুরাগীরা। মুক্তির দিন যত এগিয়ে আসছে, ধীরে ধীরে তাঁদের অপেক্ষার ফল মিলছে অবশ্য। ফের একবার পর্দায় একসঙ্গে দেখা যাবে অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মান্দান্নাকে (Rashmika Mandanna)। হ্যাঁ। কথা হচ্ছে 'পুষ্পা ২' (Pushpa 2) ছবির। আর আজ প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় গান। বাংলায় যার নাম রাখা হয়েছে 'আগুনের'। গানজুড়ে একাধিক সারপ্রাইজ। ৬ ভাষায় এই গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। 


প্রকাশ্যে 'পুষ্পা ২'-এর 'দ্য কাপল সং', ৬ ভাষায় মন জয় করলেন শ্রেয়া ঘোষাল


টিজার ও পোস্টার মুক্তির পর এবার প্রকাশ্যে এল সম্পূর্ণ 'দ্য কাপল সং'। 'পুষ্পা: দ্য রুল' ছবিতে পুষ্পা ও শ্রীভল্লির সম্পর্কের গল্প শোনা যাবে এই গানজুড়ে। তবে যে ভিডিও মুক্তি পেয়েছে তাতে নেই সিনেমার ঝলক। বরং পুরোটাই শ্যুট করা হয়েছে গানের রিহার্সালের সময়। 


অল্লু অর্জুন ও রশ্মিকা মান্দান্না ফের পর্দায় ফিরতে চলেছেন তাঁদের মন ছুঁয়ে যাওয়া রসায়ন নিয়ে। 'দ্য কাপল সং'-এ তার আভাস স্পষ্ট। তেলুগু ভাষায় এই গানের নাম 'সুসেকি'। ক্যাসুয়াল পোশাকেই শ্রীভল্লি ওরফে রশ্মিকাকে দেখা গেল মন খুলে গানের তালে নাচতে, আর যোগ্য সঙ্গতে আইকন স্টার অল্লু অর্জুন। এই ছবির এটাই প্রথম গান যেখানে দুই মুখ্য চরিত্রকে একসঙ্গে দেখা গেল। 


গোটা গানজুড়েই 'বিহাইন্ড দ্য সিনস'। দেখা মিলল কোরিওগ্রাফার গণেশ আচার্যকে। দুই তারকাকে নাচের তালিম দিচ্ছেন তিনি। সঙ্গে অবশ্যই রয়েছেন পরিচালক সুকুমার। গানের শেষে দুই তারকার সঙ্গে গণেশ আচার্য নাচিয়ে তুললেন পরিচালককেও। মজা হুল্লোড়ের মিশেলে আলাদা করে তৈরি এই গানে ভক্তদের উচ্ছ্বাস নজরে পড়ছে ইতিমধ্যেই।


 



আরও পড়ুন: Sandipta Sen on 'Noshtoneer 2': আসছে 'নষ্টনীড় ২', উচ্ছ্বসিত সন্দীপ্তা, কিন্তু গল্প শোনাতে গিয়ে হঠাৎই কথা আটকে গেল নায়িকার!


গানটি মুক্তি পেয়েছে ৬টি ভিন্ন ভাষায়। তেলুগুতে এই গানের নাম 'সুসেকি', তামিলে নাম 'সুড়ানা', হিন্দিতে নাম 'অঙ্গারোঁ', মালয়লি ভাষায় নাম 'কন্দালো', কন্নড়ে নাম 'নোদোকা', বাংলায় নাম 'আগুনের'। এবং এই প্রত্যেকটা ভাষাতেই গানে কণ্ঠ দিয়েছেন তারকা সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বাংলায় এই গানের কথা লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। 'পুষ্পা: দ্য রুল' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৫ অগাস্ট।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।