নয়াদিল্লি: হিন্দিতে এখন একের পর এক কাজ করছেন বাংলার তারকা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। মুক্তি পেল তাঁর আগামী সাইকোলজিক্যাল ড্রামা (psycological drama) 'কালা'র ট্রেলার (Qala Trailer Out)। যার পরতে পরতে দর্শককে ধরে রাখার ক্ষমতা রয়েছে। নেটফ্লিক্স (Netflix) অরিজিন্যাল এই ছবিতে স্বস্তিকার সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি (Tripti Dimri), বাবিল খান (Babil Khan)।


প্রকাশ্যে 'কালা'র ট্রেলার


ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে বড় মঞ্চে একা তৃপ্তি দিমরি দাঁড়িয়ে রয়েছেন। সামনে মাইক্রোফোন। তাঁকে জিজ্ঞেস করা হচ্ছে 'তোমার গান পছন্দ?' তার উত্তরে অভিনেত্রী বলছেন, 'আমি ঘেন্না করি।' এরপরই ট্রেলারে দেখা যাচ্ছে তাঁর পূর্ব সময়ের কিছু ঘটনা। তৃপ্তির সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক, তাঁর নিজের খ্যাতি, নাম প্রতিষ্ঠা করার লড়াই, অনেক কিছুরই ঝলক মিলেছে ট্রেলারে। খ্যাতি-যশ-ঐশ্বর্য সবই মিলছিল যতদিন না 'জগন' নামের অপর এক গায়ক তাঁর জীবনে প্রবেশ করে। এই চরিত্রে দেখা যাবে প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানকে। এই চরিত্রের প্রবেশে অভিনেত্রীর আত্মবিশ্বাস একেবারে ভেঙে যাবে বলেই বোঝা যাচ্ছে। ওই গায়ককে বলা হচ্ছে 'পণ্ডিত'। অন্যকে সরিয়ে সেই জায়গায় নিজের স্থান করে নেওয়ার 'সুখ্যাতি' রয়েছে তাঁর নামে। তৃপ্তির জীবন ওলট-পালট হতে শুরু করে। 'তাহলে আমারই কি কোনও ভুল রয়েছে', এই চিন্তাই ঢুকে যায় তাঁর মধ্যে।


নেটফ্লিক্স ইন্ডিয়ার অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডলে এই ছবির ট্রেলার পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'তার কণ্ঠের সারল্য কেবল তার চোখের যন্ত্রণায় প্রকাশ পায়। আমরা ইতিমধ্যেই নিজেদের তৈরি করছি আবেগের রোলারকোস্টার অভিজ্ঞতার জন্য যা 'কালা' নিয়ে আসছে ১ ডিসেম্বর। নেটফ্লিক্সে দেখা যাবে।'


 






প্রসঙ্গত, 'কালা' ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রাখছেন প্রয়াত অভিনেতা ইরফান খান ও সুতপা শিকদারের ছেলে বাবিল। সাইকোলজিক্যাল এই থ্রিলার ঘরানার ছবির পরিচালক অন্বীতা দত্ত, প্রযোজনায় 'ক্লিন স্লেট ফিল্মজ'। ১ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে 'কালা'।


আরও পড়ুন: Aindrila Sharma: 'তুমি লড়াকু সৈনিক, রোগকে হারিয়ে দ্রুত ফিরে এসো', ঐন্দ্রিলার আরোগ্য কামনায় সাধারণ মানুষও