কলকাতা: ভাঙা সম্পর্ক জোড়া লেগেছে .... ফের একসঙ্গে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। অভিনেতার ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে টুকরো টুকরো খুশির মুহূর্ত। আর আজ, সোশ্যাল মিডিয়ায় ছেলে সহজের জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করে নিলেন রাহুল।
রবিবার, ছুটির দিনে ফ্রেমবন্দি রাহুল-প্রিয়ঙ্কা আর সহজ। তবে ক্যাপশানে কিছু লেখেননি অভিনেতা। এই প্রথম নয়... এর আগে সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা ও সহজের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রাহুল। বিবাহবার্ষিকী থেকে শুরু করে বিভিন্ন মুহূর্ত... রাহুল যেন ফ্রেমবন্দি করে রাখতে ভালবাসেন বিভিন্ন ভাল থাকার মুহূর্তরা। আজ, সম্ভবত ছোট্ট সহজের জন্মদিন উদযাপন করতেই মেতেছিলেন তাঁরা।
অবশ্য বার বার সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার সঙ্গে ছবি শেয়ার করে নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে রাহুলকে। দীর্ঘ ৬ বছর পরে জোড়া লেগেছে তাঁদের সম্পর্ক। একসময় বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তাঁরা। দীর্ঘদিন আলাদা থাকতেন প্রিয়ঙ্কা আর রাহুল। তবে সদ্য নিজেদের সেই সমস্ত সমস্যা, আইনি সমস্যা সব মিটিয়ে নিয়ে কাছাকাছি এসেছেন রাহুল-প্রিয়ঙ্কা। ফের একসঙ্গে থাকছেন তাঁরা। আর তাই.. সোশ্যাল মিডিয়ায় হামেশাই চোখে পড়ে তাঁদের একসঙ্গে থাকার মূহূর্ত।
২০১৮ সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেন রাহুল ও প্রিয়ঙ্কা। চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে শোনা যায় সেই মামলা তুলে নেওয়ার কথা ভাবছেন দম্পতি। নিজেদের সম্পর্ককে দ্বিতীয় সুযোগ দিতে চান তাঁরা, কারণ অবশ্যই তাঁদের ছেলে সহজ। এক ছাদের তলায় থাকলে ছেলের বেড়ে ওঠা আরও মসৃণ হবে, সেই ভেবেই 'দ্বিতীয় ইনিংস' শুরু রাহুল প্রিয়ঙ্কার? তাঁদের এই খবরে অবশ্য বেজায় খুশি তাঁদের অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। আর তারপরে.. সোশ্যাল মিডিয়াতে ভেসে ওঠে টুকরো টুকরো প্রেমের ছবি, ভালবাসার ছবি। সেই সমস্ত ছবিতে শুভেচ্ছা জানান অনুরাগী থেকে শুরু করে রাহুল প্রিয়ঙ্কার বন্ধুরা।
আরও পড়ুন: Shruti Das Serial: 'রাঙাবউ' চলাকালীনই বিয়ে, জীবনে নয়া মোড়... ধারাবাহিক শেষে আবেগে ভাসলেন শ্রুতি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।