Shruti Das Serial: 'রাঙাবউ' চলাকালীনই বিয়ে, জীবনে নয়া মোড়... ধারাবাহিক শেষে আবেগে ভাসলেন শ্রুতি

Shruti Das Serial: কেবল মনখারাপ নয়, শ্রুতিকে নাকি দু'হাত ভরে দিয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের কাজ চলাকালীনই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে আইনি বন্ধনে আবদ্ধ হন শ্রু

Continues below advertisement

কলকাতা: ১ বছরের মাথায় শেষ হচ্ছে ধারাবাহিক 'রাঙাবউ' (Ranga Bou)। সোশ্যাল মিডিয়ায় আগেই সেই খবরের ইঙ্গিত দিয়েছিলেন ধারাবাহিকের নায়িকা শ্রুতি দাস (Shruti Das)। আর সদ্য করা সোশ্যাল মিডিয়ার পোস্টে নিজের আবেগের কথা উজাড় করে দিলেন অভিনেত্রী। শেয়ার করে নিলেন বিশেষ একটি স্ক্রিনশট। কী লেখা রয়েছে সেখানে? 

Continues below advertisement

শ্রুতির শেয়ার করে স্ক্রিনশটে রয়েছে কলটাইম উল্লেখ করা একটি চ্যাট। শ্রুতি লিখছেন, 'হাতে নতুন কাজ থাকা অবস্থায় কর্মরত প্রজেক্টের শেষ কলটাইম পাওয়া আর অনির্দিষ্ট পথ চলা শুরু হওয়া অবস্থায় চলতি কাজের শেষ কলটাইম পাওয়ার মধ্যে বিস্তর ফারাক।' এই কথা থেকেই স্পষ্ট.. শেষ হচ্ছে ধারাবাহিক 'রাঙা বউ'। আজই ছিল শেষ শ্যুটিং। রাঙা বউ-এর শ্যুটিংয়ের শেষদিনে একটি কেকও কাটা হয়েছে। 

তবে কেবল মনখারাপ নয়, শ্রুতিকে নাকি দু'হাত ভরে দিয়েছে এই ধারাবাহিক। শ্রুতি লিখছেন, ভারতলক্ষী স্টুডিও আজ থেকে ঠিক ৪ বছর আগে আমায়
ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ দিয়েছে। স্টুডিওর চারপেয়ে ভাইদের দিয়েছে। আমার জীবনসঙ্গীকে দিয়েছে। অনেক মানুষের সান্নিধ্য দিয়েছে। জীবনবোধ দিয়েছে আরও দেবে। এই স্টুডিও আমায় ঠিক চার বছরের মাথায় আমার তৃতীয় কাজ দিয়েছে। নতুন নতুন জ্ঞানী-গুণী মানুষের সংস্পর্শে এসেছি। অনেক বন্ধু হয়েছে। আমার আইনি বিবাহ হয়েছে। আমার এবং আমার স্বামীর নতুন বাসস্থান হয়েছে। আমি কৃতজ্ঞ সবকিছুর জন্য।'

এই ধারাবাহিকের কাজ চলাকালীনই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে আইনি বন্ধনে আবদ্ধ হন শ্রুতি। তাঁদের সম্পর্ক দীর্ঘদিনের। কিছুটা হঠাৎ করেই আইনি বিবাহ সেরেছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। তারপরে তাঁরা রয়েছেন একসঙ্গেই। ভালবাসার মানুষের সঙ্গে সংসার করছেন শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় টুকরো টুকরো ছবি। এই 'রাঙাবউ' ধারাবাহিকের পরিচালক ছিলেন স্বর্ণেন্দুই। 

ধারাবাহিকের কাজ শেষ। ফের নতুন কাজ, নতুন চরিত্রে দেখা যাবে শ্রুতিকে। এখন কেবল সেই অপেক্ষাতেই অনুরাগীরা। তবে ধারাবাহিক শেষে শ্রুতির মনখারাপের বার্তা। সোশ্যাল মিডিয়ায় কেকের ছবি শেয়ার করে নিয়ে শ্রুতি যেন নিজেকে আর অনুরাগীদের আশ্বাস দিলেন... আবার তিনি ফিরবেন নতুন সাজে, নতুন চরিত্রে।

 

আরও পড়ুন: Sachin Tendulkar-Asha Bhosle: এক ফ্রেমে দুই কিংবদন্তি, প্রিয় আশা 'তাই'র সঙ্গে সময় কাটালেন সচিন তেন্ডুলকর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Continues below advertisement
Sponsored Links by Taboola