মুম্বই: বিক্রমাদিত্য মোতওয়ানের সারভাইভাল ড্রামায় কাজ করছেন। তাই খাওয়াদাওয়া কার্যত ছেড়ে দিয়েছেন ‘কুইন’-এর ভিলেন রাজকুমার রাও। জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেতার ডায়েট এখন স্রেফ একটা করে গাজর আর এক কাপ কফি। এই করে ৭দিনে ২২ কেজি ওজন কমিয়েও ফেলেছেন তিনি।

ছবিতে তাঁর চরিত্র দীর্ঘদিন কিছু খেতে পায়নি। তাই বাস্তবোচিত লুকের জন্য এভাবেই নিজের ডায়েটকে কড়া শাসনে রেখেছেন রাজকুমার। জানিয়েছেন, বিক্রমাদিত্যর পরিচালনায় যে নতুন ছবির শ্যুট করতে চলেছেন, তাতে তাঁর চরিত্রটি ৩ সপ্তাহ ধরে একটি বাড়িতে বন্ধ, কোনও খাবার বা জল ছাড়া। তাই সেই অবস্থার মধ্যে দিয়ে যাওয়ার অনুভূতি পাওয়ার জন্য নিজেকে প্রায় না খাইয়েই রেখেছেন তিনি।

রাজকুমার জানিয়েছেন, সারাদিন প্রচণ্ড ক্ষিদে পায় তাঁর। এভাবে না খেয়ে থেকে থেকে বেশ কয়েকবার অজ্ঞানও হয়ে গেছেন। তিনি বুঝতে পারছেন, শরীরে খাবারের থেকে জলের প্রয়োজন বেশি। তাঁর কথায়, জীবন আমাদের যা যা কিছু দেয়, আমরা ধরে নিই, তার সবই আমাদের পাওয়ার কথা। সত্যিই যদি এভাবে খাবার, জল ছাড়া দীর্ঘদিন কাটাতে হয় কী করবেন। বাঁচবেন কী করে। এভাবে দিনের পর দিন কার্যত উপোস করে থাকলে প্রচণ্ড মুড স্যুইং হয়, কমে যায় এনার্জি লেভেল। কিন্তু অভিনেতা হওয়ার তো মজা এটাই। এমন কিছু আপনাকে করতে হবে যা অন্য সময় আপনি পারবেন না।

এ ধরনের উপোস শরীরে কী ধরনের প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে ওয়াকিবহাল রাজকুমার। তবে খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া না হওয়ায় তিনি সন্তুষ্ট।