Rajeev Charu: বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই গণেশ চতুর্থীতে ফের কাছাকাছি রাজীব-চারু!
Rajeev Charu Update: সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বারে বারে শিরোনামে এসেছে রাজীব-চারুর বিচ্ছেদের গুঞ্জন। আর তাঁদের সমস্যার কথা একপ্রকার বকলমে স্বীকার করে নিয়েছেন রাজীব ও চারু দুজনেই
![Rajeev Charu: বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই গণেশ চতুর্থীতে ফের কাছাকাছি রাজীব-চারু! Rajeev Charu: Rajeev and Charu celebrates Ganesh Chaturthee together with Jiana, share photos on social media Rajeev Charu: বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই গণেশ চতুর্থীতে ফের কাছাকাছি রাজীব-চারু!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/31/015ec5f0ad0f2a4d83509f0106ff06e3166195540533649_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গণেশ চতুর্থীর দিনে কাছাকাছি স্বামী-স্ত্রী, এক ফ্রেমে ধরা দিলেন রাজীব সেন (Rajeev Sen) ও অশোপা চারু (Ashopa Charu)। বাড়ির গণেশ পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন দুই তারকা। শুধু কি তারা? বাবা মায়ের মাঝে ফ্রেমে রইল ছোট্ট জিয়ানাও। বিচ্ছেদের জল্পনা উড়িয়ে কি ফের কাছাকাছি রাজীব-চারু।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বারে বারে শিরোনামে এসেছে রাজীব-চারুর বিচ্ছেদের গুঞ্জন। আর তাঁদের সমস্যার কথা একপ্রকার বকলমে স্বীকার করে নিয়েছেন রাজীব ও চারু দুজনেই। কিন্তু জিয়ানার অন্নপ্রাশনে ফ্রেমবন্দি হয়েছিলেন তারকারা। তারকাদের এক ফ্রেমে দেখে কার্যত ধামাচাপা পড়ে গিয়েছিল সেই গুঞ্জন।
সম্প্রতি শোনা গিয়েছিল, 'বিগ বস'-এ একসঙ্গে অংশ নেবেন রাজীব ও চারু। সম্প্রতি একটি সাক্ষাৎকারে চারু জানিয়েছেন, কাজ কাজের জায়গায়। ব্যক্তিগত সম্পর্কে সমস্যা থাকলেও কোনও শো-তে রাজীবের সঙ্গে একসঙ্গে কাজ করতে সমস্যা নেই চারুর। অন্যদিকে 'বিগ বস'-এর অফার পাওয়ার কথা বকলমে স্বীকার করে নিয়েছেন রাজীব-চারু দুজনেই।
একটি সাক্ষাৎকারে চারুকে 'বিগ বস' (Big Boss)-এর আগামী সিজনের অফার পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন চারু। জানিয়েছেন, তিনি 'বিগ বস'-এর কর্তৃপক্ষের তরফ থেকে শো-তে থাকার অফার পেয়েছেন। তবে রাজীব সেই শো-তে থাকবেন কি না সে নিয়ে কর্তৃপক্ষ চারুকে কিছু জানায়নি।
অপরদিকে রাজীবও মুখ খুলেছেন 'বিগ বস' (Big Boss)-এর আগামী সিজনের অফার পাওয়া নিয়ে। রাজীব জানিয়েছেন, তিনি শো-তে যাওয়ার অফার পেয়েছেন। কিন্তু এই নিয়ে তাঁর পরিবার ও বন্ধুদের বিভিন্ন মতামত রয়েছে। তিনি এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তিনি এই শো-তে আদৌ অংশ নেবেন কি না।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)