(Source: ECI/ABP News/ABP Majha)
Bengali Serial Update: 'এই প্রথম কোনও নায়িকাকে ছোটপর্দায় এত অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে', জগদ্ধাত্রীর গল্পে সৌম্যদীপ-অঙ্কিতা
Bengali Serial Jagadhatri Update: ধারাবাহিকের নামভূমিকায় রয়েছেন অঙ্কিতা, পর্দায় তাঁর নাম জগদ্ধাত্রী। অভিনেত্রী বলছেন, 'আমরা ইতিমধ্যেই অনেকটা অংশের শ্যুটিং করে ফেলেছি।'
কলকাতা: জোরকদমে চলছে শ্যুটিং, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সম্প্রচারও। ছোটপর্দায় বোধহয় এই প্রথম কোনও নায়িকাকে এত অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। একটি প্রথম সারির চ্যানেলে সন্ধে ৭টায় দেখা যাচ্ছে এই ধারাবাহিক। এই প্রথম ছোটপর্দায় জুটি বাঁধছেন সৌম্যদীপ ও অঙ্কিতা।
ধারাবাহিকের নামভূমিকায় রয়েছেন অঙ্কিতা, পর্দায় তাঁর নাম জগদ্ধাত্রী। অভিনেত্রী বলছেন, 'আমরা ইতিমধ্যেই অনেকটা অংশের শ্যুটিং করে ফেলেছি। খুব মজা করে কাজ করছি সবাই। গল্পটার মধ্যে যেমন পারিবারিক গল্প রয়েছে, তেমনই রয়েছে অ্যাকশনও। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে, কারণ পারিবারিক গল্পের বাইরেও এই গল্পে অ্য়াকশন এবং বিভিন্ন ঘটনার বুনোট রয়েছে।'
জগদ্ধাত্রী ওরফে জ্যাজ-এর কথার সূত্র ধরে পর্দার সয়ম্ভু ওরফে সৌম্যদীপ। বললেন, 'আমার চরিত্রটা একজন ক্রাইম ব্রাঞ্চে স্পেশাল অফিসারের। অতএব, বুঝতেই পারছেন, যথেষ্ট অ্যাকশন রয়েছে। এই চ্যানেলের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আশা করছি সবার ভালো লাগবে।'
ধারাবাহিকের প্রেক্ষাপট
ধারাবাহিকের প্রেক্ষাপট কিছুটা এমন.. আর পাঁচটা মেয়ের মতোই খুব সাদামাটা একটা মেয়ে এই জগদ্ধাত্রী। সৎ মা, সৎ বোন আর ঠাকুমাকে নিয়েই তার সংসার। কিন্তু সেখানেও জগদ্ধাত্রী ভীষণ একা। সংসারের যাবতীয় কাজ করা সত্ত্বেও তার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সৎ মা। একমাত্র ঠাকুমা ছাড়া কেউই তাকে পছন্দ করে না। এই ঠাকুমাই আগলে রাখে জগদ্ধাত্রীকে । সংসারের সব কাজ সামলে একটি মুক ও বধির মেয়েদের এনজিওতে কাজ করে জগদ্ধাত্রী ।
আরও পড়ুন: Kolkata Chalantika: 'কলকাতার চলন্তিকা'-তে নিজের ছক ভেঙে গল্প বলেছে পাভেল: অম্বরীশ
এরপর গল্পের মোড় ঘোরানো অধ্যায় । এমন করে যেতে যেতেই আচমকা ঘটে যায় একটা ঘটনা। একদিন এনজিওর মেয়েদের নিয়ে মেলায় ঘুরতে যায় জগদ্ধাত্রী । কিন্তু সেখান থেকে ফেরার সময় গুণ্ডাদের খপ্পরে পড়ে জগদ্ধাত্রীরা । পরিস্থিতি এমনই হয়, যে পুলিশও এসেও কার্যত পরিস্থিতিকে সামাল দিতে হিমশিম খায়। সেখান থেকেই প্রকাশ পায় জগদ্ধাত্রীর অন্য রূপ । সাদমাটা জীবন যাপন করলেও জগদ্ধাত্রীর আসল পরিচয় একজন সরকারি উচ্চপদস্থ গোয়েন্দার। সেই পরিস্থিতি থেকে মেয়েদের উদ্ধার করে সে। জগদ্ধাত্রীর কোড নাম এ এস । কিন্তু পেশার তাগিদেই নিজের পরিচয় প্রকাশ করতে চায় না এই জগদ্ধাত্রী ।