Rajeev Charu: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে যেন নতুন করে চারুর প্রেমে রাজীব
রঙের উৎসবের দিনই ইঙ্গিত দিয়েছিলেন, তাঁদের মধ্যে বরফ গলছে। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফের পুরনো রুপে রাজীব সেন ও অসোপা চারু।
![Rajeev Charu: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে যেন নতুন করে চারুর প্রেমে রাজীব Rajeev Charu: Rajeev Sen and Ashopa Charu Posted a new video on instagram Rajeev Charu: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে যেন নতুন করে চারুর প্রেমে রাজীব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/25/530e8516fcc85ef51f5ef6991b45f486_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: রঙের উৎসবের দিনই ইঙ্গিত দিয়েছিলেন, তাঁদের মধ্যে বরফ গলছে। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফের পুরনো রুপে রাজীব সেন ও অসোপা চারু। মিষ্টি রসায়নের ছোট্ট রিল ঝলমল করে উঠল সোশ্যাল মিডিয়ায়। ছোট্ট ভিডিও যেন বলে উঠল, বিচ্ছেদ নয়, যেন নতুন করে চারুর প্রেমে পড়ছেন রাজীব।
রাজীব চারুর প্রেম
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন চারু। সেখানে দেখা যাচ্ছে, লাল শাড়ি পরে ঘরের কাজ করতে ব্যস্ত চারু। আটা মাখছেন তিনি। আর তাঁর এলোমেলো চুল বারে বারে এসে পড়ছে তাঁর মুখে। বার বার সেই চুল সরাবার চেষ্টা করছেন চারু। হঠাৎই পিছন থেকে এসে সেই চুল সরিয়ে দেন রাজীব। হাসি মুখে তাকান একে অপরের দিকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে স্বস্তির নিশ্বাস ফেলেছেন অনেকেই। কিছু না বলেই রাজীব-চারু যেন বুঝিয়ে দিলেন, বিচ্ছেদের গুঞ্জন মিথ্যা। একে অপরের সঙ্গে দিব্যি আছেন এই যুগল।
আরও পড়ুন: প্রয়াত অভিষেক চট্টোপাধ্য়ায়, ফের শিরোনামে 'কাশ্মীর ফাইলস', বিনোদনের সারাদিন
দোলের দিন সোশ্যাল মিডিয়ায় এক ফ্রেমে ধরা দিয়েছিলেন ৩জনেই। গালে আবির মেখে অনুরাগীদের দোলের শুভেচ্ছা জানালেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিয়েছেন রাজীবও। সেখানে তিনি লিখেছেন, 'মা আর বাবার সঙ্গে জিয়ানার প্রথম হোলি। একাধিক ছবির মধ্যে স্পষ্ট রাজীব আর চারুর সম্পর্কের সমীকরণ। জিয়ানা কখনও মায়ের কোলে আর কখনও বাবার কোলে গিয়ে খুশি।
বিচ্ছেদের গুঞ্জন
সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল নাকি, আলাদা হয়ে যেতে চলেছে রাজীব-চারুর সংসার। একসঙ্গে ছবি শেয়ার করেন না তাঁরা দীর্ঘদিন। সোশ্যাল মিডিয়ায় জিয়ানার সঙ্গে একাই ছবি ভাগ করে নেন চারু। অন্যদিকে রাজীবের পোস্টে মনখারাপের ছোঁয়া দেখেছিলেন নেটাগরিকরা। জিয়ানার সঙ্গে অনেকদিন দেখা হয়না বলে মনখারাপ করেছিলেন রাজীব। দুয়ে দুয়ে চার করে নিয়ে নেটাগরিকরা ভেবেছিলেন, বোধহয় সংসার ভাঙছে রাজীব-চারুর।
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)