এক্সপ্লোর
হাতে তিনটি ছবি, রাজনীতিতে নামার আগে হিমালয়ে এক সপ্তাহের আধ্যাত্মিক সফরে যাচ্ছেন রজনীকান্ত, আশীর্বাদ নেবেন সাধু, গুরুদের

নয়াদিল্লি: প্রতি বছর হিমালয়ে বেড়াতে যাওয়াটা রুটিন। এবার সিনেমার পাশাপাশি নামছেন রাজনীতিতেও। কিন্তু এখন হিমালয় তাঁকে টানছে। হিমালয়ের ডাকে সাড়া দিচ্ছেন রজনীকান্ত। তিনি তৈরি। আগামীকাল শনিবারই নাকি এক সপ্তাহের জন্য হিমালয় রওনা হচ্ছেন তামিল ছবির সুপারস্টার। প্রকৃতির কাছে তিনি যাচ্ছেন আত্মিক, আধ্যাত্মিক সফরে। এখনও হাতে আছে তিনটি ছবি। ঠাসা শিডিউল। তারপরই রাজনীতিতে নামবেন ঠিক করেছেন। কিন্তু এজন্য হিমালয় যাত্রা পিছতে রাজি নন তিনি। রাজনীতিতে নামার আগে প্রথম হিমালয় সফরে তিনি প্রথমে ধর্মশালা যাবেন বলে খবর। সেখান থেকে গন্তব্য হৃষিকেশ। সেখানে তাঁর মেডিটেশন সেন্টার আছে। যোগোদা সত্সঙ্গ সোসাইটির শতবর্ষ উপলক্ষ্যে হিমালয়ের কোলে একটি আশ্রম বানিয়েছিলেন রজনী ও তাঁর বন্ধুরা। সেখানেই সপ্তাহখানেক থাকবেন তিনি। গত বছর আশ্রমের উদ্বোধনে থাকতে পারেননি রজনী। এবার সময় বের করে যাচ্ছেন। সেখানে থাকাকালে বিভিন্ন সাধু, গুরুদের সঙ্গে দেখা করে পূর্ণ সময়ের নেতা হয়ে ওঠার আগে তাঁদের আশীর্বাদ নেবেন। কালা উইথ পা রনজিত্, ২.০ এর কাজ চলছে। তিন নম্বর ছবির কাজ শুরুই হবে মে মাসে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















