Rakhi Sawant: আইনি জটিলতায় রাখী, সমন পাঠাল পুলিশ
Bollywood Celebrity Updates: এবার আর এক বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার অভিযোগের ভিত্তিতে রাখী সবন্তকে সমন পাঠালো পুলিশ।
মুম্বই: যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ বলিউড পরিচালক সাজিদ খান (Sherlyn Chopra)। তাঁর বিরুদ্ধে একাধিক অভিনেত্রী মুখ খুলেছেন। সাজিদ খানের পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করতে শোনা গিয়েছিল রাখী সবন্তকে। অভিনেত্রীর বক্তব্য ছিল, সাজিদ খানের বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগই এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। তাই এখনই কারও দিকে আঙুল তোলা ঠিক নয়। এবার আর এক বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার (Sherlyn Chopra) অভিযোগের ভিত্তিতে রাখী সবন্তকে সমন পাঠালো পুলিশ।
রাখী সবন্তকে সমন পুলিশের-
গত বছর নভেম্বরে রাখী সবন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শার্লিন চোপড়া। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন শার্লিন। তাঁর বক্তব্য, সাজিদ খানের পাশে দাঁড়াতে গিয়ে তাঁর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য রেন অভিনেত্রী। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই অম্বোলি থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো রাখীকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ, ৫০০ এবং আরও নানা ধারায় অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুন - Sajid Khan: 'একটা জন্তু', সাজিদ খানের বিরুদ্ধে এবার বিস্ফোরক এই জনপ্রিয় বলি নায়িকা
প্রসঙ্গত, বলিউড ছবি পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী। 'বিগ বস ১৬'র প্রতিযোগী হয়ে আসার পর থেকে সাজিক খানকে নিয়ে বিতর্ক দেখা দেয়।
">
">