এক্সপ্লোর
Advertisement
করোনা তাড়াতে ভূত বেশে রাখী সবন্ত
রাখীর কায়দা একেবারেই আলাদা। রাখী যে সাজে উপস্থিত হন ইনস্টা পোস্টে, তাতেই রাতের ঘুম উড়ে যাবার অবস্থা নেটিজেনদের। দেখুন,
মুম্বই: রাখী সবন্ত মানেই সেনসেশন। তিনি যখনই করেন, তার মধ্যেই থাকে চমক। এমনই চমক, যা আলোচনার কেন্দ্রে থেকে যায় কয়েকদিন ধরে। ঠিক যেমন, এই তো সেদিন, রাখীর ২ বছরের পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়। যেখানে তাঁকে বলতে শোনা গেছে, '' আমার শরীরের সবথেকে সুন্দর অঙ্গ 'স্তন', আমি সেটা দান করে যেতে চাই ।"
এই পোস্ট নিয়ে হইচই পড়ে যায়। তার রেশ মেলাতে না মেলাতেই আবার রাখীর আবির্ভাব। এবার কতকটা ভৌতিক সাজে।
৫ এপ্রিল প্রধানমন্ত্রীর ডাকে রাত ৯টায় সকলে বাতি জ্বেলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। মোদির এই ডাকে সাড়া দিতে জনগণকে আহ্বান জানান সিনেদুনিয়া থেকে ক্রীড়াজগতের বহু সেলিব্রিটিরা। কিন্তু রাখীর কায়দা একেবারেই আলাদা। রাখী যে সাজে উপস্থিত হন ইনস্টা পোস্টে, তাতেই রাতের ঘুম উড়ে যাবার অবস্থা নেটিজেনদের। দেখুন,
এরপরই রাখী এইরকমই নানারকম ভৌতিক রূপে আবির্ভূত হন। আর ‘গো করোনা গো’ স্লোগান তোলেন। কখনও আবার হিন্দিতে বলেন, ‘ভাগ করোনা ভাগ’।
রাখী সবন্ত দাবি করেন, তাঁর নাম শুনেই করোনা পালাবে। তার সঙ্গে নানা ভাষায় করোনা ভাইরাসকে গালমন্দ করেন রাখী। দেখুন সেই সব বিচিত্র ভিডিও।
নেটিজেনরা অবশ্য রাখীর এই ভিডিও নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। কেু কেউ আবার রাখীর স্বভাবসিদ্ধ চমকে মজাই পেয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement