এক্সপ্লোর
Advertisement
'বাড়ি ফিরে এসেছি, কোয়ারেন্টিনে থাকব', ইনস্টাগ্রামে পোস্ট করোনাজয়ী অমিতাভের, জানালেন রাখির শুভেচ্ছা
৩ সপ্তাহ পর করোনা-মুক্ত অমিতাভ বচ্চন। হাসপাতাল থেকে বাড়ি ফিরেই শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে ট্যুইট। রিপোর্ট পজিটিভ থাকায় হাসপাতালেই অভিষেক।
মুম্বই: ২ অগাস্ট। রবিবার। করোনামুক্ত হয়ে নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ বচ্চন। আগেই ছাড়া পেয়েছিলেন পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন, নাতনি আরাধ্যা বচ্চন। এখনও নানাবতী হাসপাতালেই আছেন অভিষেক বচ্চন।
হাসপাতাল থেকে বাড়ি ফিরে অমিতাভ জানিয়েছেন, আমার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি বাড়ি ফিরে এসেছি, কোয়ারেন্টিনে থাকব। সর্বশক্তিমানের কৃপা, মা-বাবার আশীর্বাদ, বন্ধু, প্রিয়জন, অনুরাগীদের প্রার্থনা এবং নানাবতী হাসপাতালে চমৎকার যত্ন ও শুশ্রূষার জন্য আজ এই দিনটি দেখতে পারলাম।
এরপর অমিতাভ রাখিপূর্ণিমার প্রাক্কালে পুরনো একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'আগামীকাল রক্ষাবন্ধনের উৎসব। ভাই বা দাদা বোনের সুরক্ষার দায়িত্ব নেন। দুঃসময়ে তাঁর সঙ্গে থাকার, হাত শক্ত করে ধরে রাখার শপথ নেন। সব শত্রুর হাত থেকে বোনকে রক্ষা করার ও পাশে থাকার প্রতীক্ষা করেন। '
অমিতাভের পোস্ট করা ছবিতে তাঁর নাতি-নাতনি, ছেলে-মেয়ে, সকলের কোলাজ ধরা পড়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement