কলকাতা: অজয় দেবগণ (Ajay Devgn) অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ছবি 'রানওয়ে ৩৪' (Runway 34) মুক্তির পরই জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। আজ ১ বছর পূর্ণ করল এই ছবি। আর একবছর আগের শ্য়ুটিং ফ্লোরের স্মৃতি নিজের ইন্সটা স্টোরিতে শেয়ার করলেন রকুল প্রীত সিং। অমিতাভ বচ্চনের সঙ্গে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। পাশাপাশি কোর্টরুম ড্রামারও একাধিক স্টিল ছবি শেয়ার করেন তিনি।


প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওয়ে মুক্তি পেয়েছিল এই ছবি।


আরও পড়ুন...


No Cry Onion: এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?


প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল অজয় দেবগণ (Ajay Devgn) অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ছবি 'ভোলা'।


প্রথম দিনেই ১১.২০ কোটি টাকার ব্যবসা করেছিল অজয় দেবগণ পরিচালিত এই ছবি। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে টিকিট বিক্রির পরিমাণ কিছুটা কমেছিল। প্রথম দিনে ডবল ডিজিটে আয়ের পর দ্বিতীয় দিনে এই ছবি ৭.৪০ কোটি টাকার ব্যবসা করেছিল।


লোকেশ কনগরাজের লেখা ও পরিচালিত তামিল হিট ছবি 'কৈথি'র হিন্দি রিমেক 'ভোলা'। হিন্দি ছবির পরিচালক অজয় স্বয়ং। তব্বু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাও অভিনীত এই ছবি। এমনিতে সিনেমায় অজয় দেবগণ ও তব্বু একসঙ্গে থাকলে দর্শকের আশার পারদ চড়তে থাকে। সৌজন্য অবশ্যই তাঁদের 'দৃশ্যম' ও 'দৃশ্যম ২'। এবার সেই তালিকায় জুড়ল 'ভোলা'ও। মাল্টি স্টারার এই ছবি অ্যাকশনে ভরপুর হবে তা টিজার ট্রেলারেই ছিল স্পষ্ট। 


প্রসঙ্গত, ঘোষণার পর থেকেই দর্শকের মন জয় করেছে 'ভোলা'। প্রথমে টিজার (teaser), তারপর ট্রেলার (trailer) মুক্তির পর সেই উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখীই হয়েছে কেবল।  ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ভোলা' (Bholaa)। অজয় দেবগণ (Ajay Devgn) পরিচালিত চতুর্থ ছবিটি। তামিল হিট ছবি 'কৈথি'র অফিসিয়াল রিমেক অজয় দেবগণ পরিচালিত 'ভোলা'। 


ছবি মুক্তি ঠিক আগে আগেই পরিবার ও বন্ধুবান্ধদের জন্য় এই ছবির একটি স্পেশাল স্ক্রিনিং-এর আয়োজন করেছিলেন অজয়। সেখানেই  পুত্র যুগ ও মা তনুজাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন কাজল। আর তারপরই নিজের ইন্সটা স্টোরিতে রিভিউ লিখেছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, এই ছবি 'মাস্ট ওয়াচ'। পাশাপাশি এই ছবিকে 'সম্পূর্ণ পয়সা ভসুল' বলেও দাবি করেছিলেন অভিনেত্রী।