Ranbir-Alia Pic: আলিয়াকে বুকে জড়িয়ে রয়েছেন রণবীর, প্রকাশ্যে তারকা জুটির অদেখা ছবি
Ranbir-Alia Pic: রণবীর কপূর ও আলিয়া ভট্টকে প্রথমবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। সেই ছবিতে অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি, মৌনী রায়কেও দেখতে পাওয়া যাবে।
![Ranbir-Alia Pic: আলিয়াকে বুকে জড়িয়ে রয়েছেন রণবীর, প্রকাশ্যে তারকা জুটির অদেখা ছবি Ranbir-Alia Pic: Ranbir Kapoor holds Alia Bhatt close in THIS unseen selfie Ranbir-Alia Pic: আলিয়াকে বুকে জড়িয়ে রয়েছেন রণবীর, প্রকাশ্যে তারকা জুটির অদেখা ছবি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/31/602ed188482c930ac85c471d28187d55_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বলিউডের অন্যতম চর্চিত তারকা জুটি রণবীর কপূর ও আলিয়া ভট্ট (Ranbir Kapoor and Alia Bhatt)। তবে তাঁদের একসঙ্গে বিশেষ ছবি কখনওই দেখা যায় না। আলিয়া ভট্ট মাঝে মাঝে পোস্ট করলেও রণবীর তো সোশ্যাল মিডিয়াতেই নেই। তবে এবার ভাইরাল হল তাঁদের অদেখা একটি ছবি (Unseen Picture)। রণবীর-আলিয়ার এমন আদুরে ছবি নিমেষে ছড়িয়ে গেল নেট দুনিয়ায়।
লাভবার্ডসদের দেখা গেল একটি অদেখা ছবিতে। তাঁদের ব্যক্তিগত শেফের সঙ্গে একটি নিজস্বী তুলেছেন তারকা জুটিতে। ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরায় পোজ দিয়ে আলিয়াকে বুকে জড়িয়ে রয়েছেন রণবীর।
ছবিটি পোস্ট করেছেন রণবীর ও আলিয়ার ব্যক্তিগত শেফ। পোস্টে লিখেছেন, '২ বছর আগে, শেফ হর্ষের সহায়ক হয়ে আপনাদের জন্য কাজ শুরু করি। ছয় মাস হয়ে গেল এখন আমিই তোমাদের জন্য রান্না শুরু করেছি এবং এটা বেশ মজাদার এবং শিক্ষণীয় হয়ে চলেছে প্রত্যেকদিন। তোমাদের জন্য আরও মজাদার রান্না করার জন্য মুখিয়ে আছি।'
View this post on Instagram
কর্মক্ষেত্রে রণবীর কপূর ও আলিয়া ভট্টকে প্রথমবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। সেই ছবিতে অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি, মৌনী রায়কেও দেখতে পাওয়া যাবে। চলতি বছরের ৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।
এছাড়া রণবীর কপূরের হাতে রয়েছে 'শমশেরা', 'অ্যানিম্যাল' ও লাভ রঞ্জনের পরবর্তী ছবি। অন্যদিকে আলিয়া ভট্টকে দেখা যাবে 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', 'রকি অউর রানি কি প্রেম কাহানি', 'আর আর আর' ছবিতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)