কলকাতা: রণবীর কপূর আর তাঁর সম্পর্ক.. বলিউডের অন্যতম চর্চার বিষয় ছিল একসময়। একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণবীর, সেই সম্পর্ক ভেঙেও গিয়েছে। তবে, স্কুলে পড়াকালীন নাকি বন্ধুদের সম্পর্ক নিয়ে বিভিন্নরকম টিপস দিতেন তিনি। সদ্য একটি সাক্ষাৎকারে সেই গল্পই বলেছেন রণবীর।
একটি সাক্ষাৎকারে রণবীর বলেছেন, 'আমি আমার বন্ধুদের সম্পর্ক নিয়ে বিভিন্ন টিপস দিতাম। আমি সবসময় বলতাম, যখন কারও সঙ্গে সম্পর্কে থাকবে, তখন যেন সেই সম্পর্কে স্বচ্ছতা থাকে। যদি কাউকে ভালবাসো, তাহলে সেটা তাকে বলে দাও। আর যদি সম্পর্কে থাকাকালীন অন্য কাউকে ভাল লাগে, তাহলেও সেটা সঙ্গীকে বলে দেওয়া উচিত। যদি কেউ অসুখী সম্পর্কে থাকত বা সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে চাইত, সবসময় আমি তাদের এই কথাগুলোই বলতাম।' তবে এই কথা তিনি বলতেন কেবল বন্ধুদের। রণবীরের সরল স্বীকারোক্তি, 'এসব বললেও আমি অবশ্য নিজে সেই কথা খুব একটা মেনে চলতাম না।'
পরবর্তীকালে আলিয়া ভট্টের (Alia Bhatt)-এর সঙ্গে সম্পর্কে জড়ান আলিয়া। বেশ কয়েক বছর স্থায়ী হয়েছিল তাঁদের সম্পর্ক। অবশেষে আলিয়ার সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে। নাম রাহা। এর আগে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)-এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। সেই সম্পর্কের কথা জানত গোটা বলিউড। কিন্তু দীপিকা বা রণবীর কারও সঙ্গেই সম্পর্ক স্থায়ী হয়নি রণবীরের। এর কারণ হিসেবে অবশ্য রণবীরের ক্যাসানোভা অভ্যাসকেই দায়ী করেন অনেকে।
তবে বয়স বেড়েছে। সম্পর্ক নিয়ে বদলেছে রণবীরের ভাবনাও। সম্প্রতি করিনা কপূরের (Kareena Kapoor)-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, 'বয়সের সঙ্গে সঙ্গে সম্পর্ক নিয়ে আমার ধারণা বদলেছে। এখন মনে হয়, সম্পর্কে যত স্বচ্ছতা থাকবে, দুটো মানুষ একে অপরের সঙ্গে সাবলীল হতে পারবে, সম্পর্ক ততই স্থায়ী হবে, সুন্দর হবে।'
অন্যদিকে সদ্য একটি সাক্ষাৎকারে, রণবীর কপূর উস্কে দিলেন, দীপিকার সঙ্গে ফের জুটি বাঁধার জল্পনা। 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির পরিচালক ছিলেন অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherjee)। তাঁর পরিচালনাতেই সদ্য ব্রহ্মাস্ত্র (Brahmastra) ছবিতে অভিনয় করেছেন রণবীর ও আলিয়া। কথিত রয়েছে, এই ছবি থেকেই তাঁদের প্রেমের শুরু। রণবীর সাক্ষাৎকারে বলেন, 'অয়ন আমার কাছে একটা দুর্দান্ত চিত্রনাট্য নিয়ে এসেছিল। আমার বেশ মনেও ধরেছিল। তবে তারপরে আমরা ব্রহ্মাস্ত্র ছবিটি তৈরির কাজে ব্যস্ত হয়ে যাই। তবে সেই সময়ে সেই ছবিটি হয়নি বলে যে কখনও হবে না এমনটাও নয়। হয়তো আরও কিছু বছর পরে অয়ন ওই ছবিটি নিয়ে কাজ শুরু করবে।'
এখানেই থামেননি রণবীর। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিটি। দীপিকার চরিত্রের নাম ছিল নয়না ও রণবীরের চরিত্রের নাম ছিল বানি। রণবীর বলেছেন, 'এই ছবিটা হয়তো তৈরি হবে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-র গল্প যেখানে শেষ হয়েছিল, তার থেকে ১০ বছর এগিয়ে। ১০ বছর পরে কী করছে বানি, নয়না, অভি আর অদিতি.. সেটাই দেখানো হবে ছবিতে। আবার ওই চরিত্রে ফিরে যাওয়া, নতুনভাবে ওদের চেনাটা কিন্তু বেশ আকর্ষণীয় হবে। একটা দারুণ সিক্যুয়াল হতে পারে এটি।'
আরও পড়ুন:- WHO: নিজের অজান্তেই ডেকে আনছি রোগ! মিষ্টির বিকল্প বলে যা কিনছি, তা আরও বিপজ্জনক, দাবি WHO-র