কলকাতা: রানি মুখোপাধ্য়ায় (Rani Mukerji) পর্দায় থাকা মানেই দর্শক পাবেন নতুন কিছু। রানি অভিনীত 'মর্দানি' (২০১৪) ও 'মর্দানি ২' (২০১৯) জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। আর এবার 'মর্দানি ৩' নিয়ে মুুখ খুললেন আদিত্য় চোপড়া ঘরণী।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী (Rani Mukerji) জানান, 'মর্দানি ২ করার সময় আমি কিছুটা নার্ভাস ছিলাম, কারণ তার আগে আমি সিক্য়ুয়েলে অভিনয় করিনি। তবে এই ছবি মহিলাদের ক্ষমতায়ণের কথা বলে। আর আমার কাছে যদি মর্দানি ৩ করার অফার আসে, তাহলে আসি অবশ্য়ই রাজি হব।'


তিনি (Rani Mukerji) আরও বলেন, 'শিবানী শিবাজী রাওয়ের চরিত্রে অভিনয় করা আমার কাছে সবসময়ই চ্য়ালেঞ্জিং। আর আবারও এই চ্য়ালেঞ্জ গ্রহণ করতে চাই।'


আরও পড়ুন...


ট্যান দূর করতে বাড়িতেই তৈরি করে নিন এই ফেসপ্যাকগুলি, ব্যবহার করতে পারেন রান্নাঘরের এইসব জিনিস


উল্লেখ্য় রানি মুখোপাধ্যায় অভিনীত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিটি মনে রেখেছে দর্শক। এক প্রবাসী বাঙালি বাবা-মা আর তাঁদের সন্তানদের জীবনযাপনের প্রেক্ষাপটেই গল্পের বুনন তৈরি করেছিলেন। একজন মা নিজের সন্তানদের রক্ষার্থে কীভাবে গোটা দেশের সঙ্গে লড়াই চালানোর ক্ষমতা রাখেন সেই গল্প নিয়েই তৈরি হয়েছিল এই ছবি। 


এই ছবির উচ্ছ্বসিত প্রশংসা করেছিলে বলিউডের বাদশা শাহরুখ খান। (Shahrukh Khan)  ছবির গোটা টিমকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন তিনি। তবে বিশেষভাবে উল্লেখ করেন রানি মুখোপাধ্য়ায়ের কথা। ছবির প্রশংসায় তিনি ট্য়ুইট করে লিখেছিলেন, “মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ের পুরো টিমের কী অসাধারণ প্রচেষ্টা। কেন্দ্রীয় চরিত্রে অনবদ্য় আমার রানি, এই পারফরম্যান্স একজন রানির পক্ষেই সম্ভব। পরিচালক আশিমা অত্য়ন্ত সংবেদনশীলতার সঙ্গে একজন মায়ের সংগ্রাম তুলে ধরেছেন। ছবিটি অবশ্য়ই দেখুন।”


আলিয়া ভট্টও ছবিটি দেখে আপ্লুত হয়েছিলেন। তিনি লিখেছিলেন,  “শনিবার রাত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' দেখতে গিয়ে মা আর বোনের সঙ্গে আমিও কান্নায় ভেঙে পড়লাম। রানি মুখোপাধ্য়ায় প্রতিবারের মতই অসম্ভব উজ্জ্বল। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' একটি গল্প বলার মতো গুরুত্বপূর্ণ বিষয় । আমার জন্য, বিশেষ করে একজন নতুন মা হিসাবে, আমাকে এই ছবি বিশেষভাবে নাড়া দিয়ে গেছে। রানি ম্যাম - আপনার মত কেউ নেই!"


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial