মুম্বই: 'মাথা নোংরা ভাবনায় ভর্তি'। সুপ্রিম কোর্টের থেকে এমন ভর্ৎসনাও শুনতে হয়েছে তাঁকে। সারা দেশ ছিঃ ছিঃ করেছে রণবীরকে। তিল তিল করে তৈরি করা জনপ্রিয়তা মুহূর্তে ধুলোয় লুটিয়েছে। 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট' -এ করা মন্তব্য বিতর্ক এখনও তাঁকে পিছু ছাড়ছে না। সোমবারই মহারাষ্ট্র সাইবার সেলের সামনে হাজিরা দিয়েছেন ইউটিউবার-পডকাস্টার রণবীর এলাহাবাদিয়া। 

সূত্রের খবর, কৌতুক অভিনেতা সময় রায়নার 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট' শোতে রণবীরের অশ্লীল মন্তব্য নিয়ে নানা প্রশ্ন করা হয়।  মহারাষ্ট্র সাইবার কর্মকর্তারা প্রায় দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন এদিন । সূত্রের খবর অনুসারে, তদন্তকারী কর্মকর্তার সামনে তিনি ভুল স্বীকার নেন। তিনি নিজের ভুল মেনে নিয়েই জানান, শুধুমাত্র বন্ধুত্বের খাতিরেই সময়ের শো-তে গিয়েছিলেন রণবীর।  তিনি জানান, এই উপস্থিতির জন্য তিনি কোনও টাকাও নেননি।

আগেও রণবীরকে সমন করে মুম্বই সাইবার শাখা । কিন্তু তিনি হাজিরা দেননি। 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট' শো-র বিতর্কিত মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে রাজ্যে রাজ্যে অভিযোগ দায়ের হচ্ছিল। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। শীর্ষ আদালত রণবীরকে কড়া ভাষায় ভর্ৎসনা করেও জানিয়ে দেন, এই সংক্রান্ত কোনও কেসে তাঁকে গ্রেফতার করা যাবে না। এরপর সোমবার সাইবার কর্মকর্তাদের সামনে হাজির হন। নবি মুম্বইয়ের দফতরে আধিকারিকদের তিনি জানান, ইউটিউবাররা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে একে অপরের শোতে গিয়ে থাকে।                   

'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট'-এর একটি পর্বে বাবা-মায়ের যৌনতা সম্পর্কে একটি মন্তব্য করেন রণবীর। সঙ্গে ছিলেন, আশিস চঞ্চলানি , জসপ্রীত সিং এবং অপূর্ব মুখিজার মতো কন্টেন্ট ক্রিয়েটরও।  রণবীর এক প্রতিযোগীকে প্রশ্ন করেন,'তুমি কি তোমার বাবা-মাকে সারা জীবন প্রতিদিন যৌন মিলন করতে দেখতে চাও, নাকি একবার যোগ দিয়ে চিরতরে বন্ধ করে দেবে?' এই মন্তব্য দেখেই ইন্টারনেটে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। রণবীর এরপর ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে বলেন, 'আমার মন্তব্য কেবল অনুপযুক্ত ছিল না, এমনকি মজারও ছিল না। কৌতুক আমার দক্ষতার জায়গা নয়। আমি দুঃখিত'।  

         

আরও পড়ুন : সাতসকালে দুলে উঠল কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা, ভূমিকম্প বঙ্গোপসাগরের গভীরে