এক্সপ্লোর
Advertisement
‘গলি বয়’ সিনেমার প্রোমোশনে ভিড়ের মাঝে ঝাঁপ রণবীর সিংহর, চোট পেলেন অনুরাগী
মুম্বই: রণবীর সিংহ এখন তাঁর আগামী সিনেমা ‘গলি বয়’-এর প্রচারে খুবই ব্যস্ত। তাঁর প্রবল উদ্দীপনার কথা সবারই জানা। আর এজন্য অনুরাগীরা তাঁর তারিফ করে থাকেন। কিন্তু কেউ কি ভেবেছিলেন যে, এই উদ্দীপনায় কারুর কোনও ক্ষতি হতে পারে।
রণবীর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে সিনেমার প্রোমোশন করতে করতে দর্শকদের মধ্যে ঝাঁপ মারলেন তিনি। আর এই ঝাঁপে সেখানে দাঁড়ানো একজনের আঘাত লাগল। ওই ঘটনার সময়কার একটি ছবি পোস্ট করে এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘রণবীর এবার তোমার বড় হওয়া উচিত এবং এ রকম ছেলেমানুষী পরিহার করা উচিত’।
ট্যুইটার ব্যবহারকারী যে ছবিগুলি শেয়ার করেছেন, তাতে একটি ছবিতে রণবীরকে দর্শককের ওপর ঝাঁপ দিতে দেখা যাচ্ছে। দ্বিতীয় একটি ছবিতে এক মহিলা অনুরাগীকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। ছবি দেখে অনুমান করা যায় যে, তাঁর চোট লেগেছে।WTF! Grow up Ranveer Singh and stop your childish antics. pic.twitter.com/S7wZ7x7huL
— ہمالی (@Oxynom) February 5, 2019
এমনটা প্রথমবার নয়। এর আগেও অনুরাগীদের মাঝে ঝাঁপ দিয়েছেন রণবীর। সোশ্যাল মিডিয়ায় রণবীরের এমন কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে।Kya jaadugari kari toone hai chore re Chori kiya dil chori chori chori re ❤️???? #GullyBoy #LakmeFashionWeek2019 pic.twitter.com/YnE5FNYcA4
— #Murad ✍???????? ka Cafe ☕️ (@ranveercafe69) February 3, 2019
রণবীরের আগামী সিনেমা ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে। ভ্যালেন্টাইন্স দিবসে মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমায় রণবীরের সঙ্গে দেখা যাবে আলিয়া ভট্টকেও।Highlight of #GullyBoy promotion. ☄️ pic.twitter.com/ztGmlasvEz
— Atheer | #Simmba (@yaaay0) February 3, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement