কলকাতা:  তাঁর ছবি মানেই বক্সঅফিসে ধুন্ধুমার। অভিনয় থেকে ফ্য়াশন, সবেতেই খবরের শিরোনামে থাকতে অভ্য়স্ত অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। আজ তিনি সোশ্য়াল মিডিয়ার পোস্ট করলেন নিজের ছোটবেলার কয়েকটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, একটিকে চোখে সানগ্লাস, তো আর একটিতে হাতে খেলনা বন্দুক, আর অন্য়টিকে অ্য়াকশন পোজে দাঁড়িয়ে রয়েছেন বলিউডের রকি। 



ছবির ক্য়াপশানে অভিনেতা লিখেছেন যে, আমি খুব ছোটবেলা থেকেই হিন্দি সিনেমার ভক্ত। অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে আমি রীতিমত পুজো করতাম। বড় হয়ে তাঁদের মতই হওয়ার চেষ্টা করতাম। হিন্দির ছবির নায়ক হয়ে ওঠার জন্য় ওঁরাই আমার অনুপ্রেরণা। এখন যা যা কাজ করছি সেসবই আমার শৈশবের বহিঃপ্রকাশ।


তিনি (Ranveer Singh) আরও লেখেন, 'আমার আগামী ছবি 'ডন' অত্য়ন্ত গুরুত্বপূর্ণ  আমার কাছে। আমার আশা প্রতিবারের মত এবারও আমার দর্শক আমাকে নতুন ভূমিকায় দেখে ভালবাসায় ভরিয়ে দেবেন। যা এতদিন ধরে হয়ে এসেছে। ফারহান ও রিতেশকে ধন্যবাদ আমাকে এই চরিত্রের জন্য় নির্বাচন করা ও আমার উপর বিশ্বাস করার জন্য।'


রণবীর (Ranveer Singh) লেখেন, 'আমার দুটি সুপারহিরো বিগ বি এবং এসআরকেকে আশা করি আমি আপনাকে গর্বিত করতে পারব'।তিনি লেখেন, 'আমার প্রিয় দর্শককে বরাবরের মতো, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যে আমি...'ডন'-এর মাধ্য়মে আপনাদের বিনোদন দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আপনার ভালবাসার জন্য আপনাকে ধন্যবাদ।'


আরও পড়ুন...


Alzheimer's Disease:অ্যালঝাইমার্সের গোলক-ধাঁধায় 'পথ হারানোর' আশঙ্কা বেশি মহিলাদের? কী ভাবে মোকাবিলা? কী বললেন বিশেষজ্ঞরা


উল্লেখ্য়, ফারহান আখতারের বাবা জাভেদ আখতার লিখেছিলেন 'ডন' চরিত্রটা। সঙ্গে তাঁর তৎকালীন সঙ্গী সেলিম খান, বলিউড তারকা সলমন খানের বাবা। আসল 'ডন' ছিলেন অমিতাভ বচ্চন, যা মুক্তি পায় ১৯৭৮ সালে। 


এর বেশ কিছু বছর পর ২০০৬ সালে মুক্তি পায়, ফারহান আখতারের 'ডন', পুরনো ছবিটিকেই নতুন আঙ্গিকে নতুন রূপ দেন তিনি। নাম ভূমিকায় বলিউডের বাদশাহ শাহরুখ খান। ২০১১ সালে মুক্তি পায় 'ডন ২'। সেখানেও ছিলেন শাহরুখই। এরপর আসতে চলেছে 'ডন ৩'। প্রথম লুক টিজার মুক্তি পায় বুধবার। সেখানে দেখা যায় মুখ্য চরিত্রে এবার রণবীর সিংহ (Ranveer Singh)। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial