Chandrayaan 3: স্মৃতিবিজড়িত নীল-সাদা পৃথিবী, আর ধূসর মায়াবী চাঁদ, ক্যানভাস জুড়ে শিল্পকর্ম পাঠাল চন্দ্রযান-৩

ISRO: বৃহস্পতিবার ISRO দু'টি ছবি প্রকাশ করেছে। চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার ওই ছবি তুলেছে বলে জানানো হয়েছে।

Continues below advertisement

নয়াদিল্লি: চাঁদের মাটিতে নামার আগে আবারও ক্যামেরা তাক করল ভারতের চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। চাঁদের কক্ষপথ থেকে একবার উজ্জ্বল ও ধূসর উপগ্রহের ছবি তুলল। তার পর পিছন ফিরে ছবি একঝলক ক্যামেরাবন্দি করল নীল-সাদা পৃথিবীকেও। মহাশূন্য থেকে সেই ছবি এসে পৌঁছল পৃথিবীর বুকে। চন্দ্রযান-৩-র তোলা সেই ছবি প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. 

Continues below advertisement

বৃহস্পতিবার ISRO দু'টি ছবি প্রকাশ করেছে। চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার ওই ছবি তুলেছে বলে জানানো হয়েছে। উৎক্ষেপণের দিন পৃথিবীর ছবি তোলা হয়, চাঁদের কক্ষপথে ঢোকার একদিন পরই চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা হয় বলে জানানো হয়েছে। এবার চন্দ্রপৃষ্ঠের যে ছবি পাঠিয়েছে চন্দ্র-যান-৩, তাতে চাঁদের বুকে বিরাজমান অডিংটন, পিথাগোরাস এবং অ্যারিস্টারকাস গহ্বর স্পষ্ট ফুটে উঠেছে।

আরও পড়ুন: NASA: হঠাৎ ঘূর্ণনের গতিবৃদ্ধি, ক্রমশ ছোট হচ্ছে দিন, লালগ্রহের গতিপ্রকৃতি দেখে উদ্বিগ্ন বিজ্ঞানীরা

একই সঙ্গে চন্দ্রপৃষ্ঠে অবস্থিত 'ঝড়ের মহাসাগর' ওশিয়ানাস প্রোসেলারামের ছবিও পাঠিয়েছে চন্দ্রযান-৩। চাঁদের পশ্চিম প্রান্তে অবস্থিত ঘন কালো একটি অংশ সেটি, যা চন্দ্রপৃষ্ঠে হদিশ পাওয়া বৃহত্তম সমুদ্রের স্মৃতিচিহ্ন বলে দাবি বিজ্ঞানীদের। প্রায় ৪০ লক্ষ স্ক্যোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত সেটি। 

ISRO জানিয়েছে, চন্দ্রযান থেকে নীল-সাদা ছবিটি তুলেছে ল্যান্ডার ইমেজার ক্যামেরা। উৎক্ষেপণের দিনই ওই ছবিটি তোলা হয়। চন্দ্রপৃষ্ঠের ছবিটি তুলেছে ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিটি ক্যামেরা। চাঁদের কক্ষপথে প্রবেশের ঠিক পর দিন তোলা হয় ওই ছবি।

চাঁদের মাটি ছোঁয়ার আগে, ধীরে ধীরে চাঁদের থেকে দূরত্ব কমিয়ে আনবে চন্দ্রযান-৩, যাতে ল্যান্ডার বিক্রম নিরাপদে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পারে। এর পর ল্য়ান্ডার প্রপালসন মডিউলটিকে আলাদা করা হবে চন্দ্রযান-৩ থেকে। কমিয়ে আনা হবে গতি। তার পর ২৩ অগাস্ট চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩। আপাতত পালকের মতো চাঁদের মাটি ছোঁয়াই লক্ষ্য চন্দ্রযান-৩ মহাকাশযানের। তবে সেন্সর বিকল হলেও, অন্যান্য যন্ত্রপাতি বিকল হলেও, ল্যান্ডার বিক্রমকে নিরাপদে চাঁদের মাটিতে নামানো সম্ভব বলে জানিয়েছে ISRO. চন্দ্রযান ২ মহাকাশযানের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে, সে ভাবেই চন্দ্রযান-৩ মহাকাশযানের নকশা তৈরি করা হয়েছে।

 
Continues below advertisement
Sponsored Links by Taboola